ভীমাশঙ্কর মন্দির ( ভীমশঙ্কর বা ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ নামেও পরিচিত ) একটি শিব মন্দির। যা মহারাষ্ট্রের পুনে জেলার ভীমাশঙ্কর নামক গ্রামে অবস্থিত। এটি একটি মূল তীর্থস্থান এবং বিশ্বের ১২টি জ্যোতির্লিঙ্গের একটি।[১]মন্দিরের শিব লিঙ্গ মহারাষ্ট্রের পাঁচটি জ্যোতির্লিঙ্গের একটি।[২] মন্দিরটি একটি পাহাড়ের উপর অবস্থিত। এটি পুনে থেকে ১১০ কিলোমিটার দূরে, মন্দিরের আশেপাশে বিরল উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি রয়েছে।[১] ভীমাশঙ্কর মন্দির ভীমাশঙ্কর বন পরিসরের খেদ তালুকে অবস্থিত।[৩]
ভীমা নদী ভীমাশঙ্কর গ্রাম থেকে উৎপন্ন হয়েছে এবং এর কাছেই মনমাদ গ্রামের পাহাড় রয়েছে। এই পাহাড়গুলিতে দেবতা ভীমশঙ্করের পুরানো শিলা খোদাই, ভূতিং এবং অম্বা-অম্বিকা রয়েছে।[২]
কিংবদন্তি
শিব পুরান অনুসারে কুম্ভকর্ণ ছেলে হলো ভীমাসুর। কুম্ভকর্ণ কে বধ করেন নারায়ণ এর মানব অবতার রাম। ভীমাসুর তার পিতার বধের প্রতিশোধ নেওয়ার জন্য ব্রহ্ম দেবের তপস্যা করেন এবং ব্রহ্মা তাঁকে বরদান করেন যে ভীমাসুর অনেক শক্তিশালী হয় এবং নারায়ণ তাকে বধ না করতে পারে। সেই বরদান পেয়ে ভীমাসুর অত্যাচার শুরু করেন। তার পাশের রাজ্যে রাজা কে বন্দী করেন এবং সেই রাজা ছিলেন পরম শিব ভক্ত সেই রাজা কে ভীমাসুর হত্যা করতে গেলে নারায়ণ এসে তাকে রক্ষা করেন এবং নারায়ণ ও ভীমাসুর মধ্যে যুদ্ধ শুরু হয়। শিব তখন তপস্যায় লীন ছিলেন ব্রহ্মার আহবানে শিব ভীমাসুর কে বধ করেন। শিব ভক্ত রাজার অনুরোধে শিব সেখানে ভীমশঙ্কর জ্যোর্তিলিঙ্গ রুপে আবির্ভূত হন।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- Bhimashankar on Maharashtra gov tourism website -[১]
- The temple information on Pune district's website - [২]