ভাহিদ আমিরি
|
|
পূর্ণ নাম |
ভাহিদ আমিরি |
---|
জন্ম |
(1988-04-02) ২ এপ্রিল ১৯৮৮ (বয়স ৩৬) |
---|
জন্ম স্থান |
দাররেহ-এ বাদাম, ইরান |
---|
উচ্চতা |
১.৭৯ মিটার (৫ ফুট ১০+১⁄২ ইঞ্চি) |
---|
মাঠে অবস্থান |
আক্রমণভাগের খেলোয়াড় |
---|
|
বর্তমান দল |
পেরসেপুলিস |
---|
জার্সি নম্বর |
১৯ |
---|
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৪৮, ২৫ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ভাহিদ আমিরি (ফার্সি: وحید امیری; জন্ম: ২ এপ্রিল ১৯৮৮) হলেন একজন ইরানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইরানি ক্লাব পেরসেপুলিস এবং ইরান জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
ভাহিদ ২০১৫ সালে ইরানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইরানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬৮ ম্যাচে ২টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
ভাহিদ আমিরি ১৯৮৮ সালের ২রা এপ্রিল তারিখে ইরানের দাররেহ-এ বাদামে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
ভাহিদ কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১৩ই নভেম্বর তারিখে ঘোষিত ইরানের ২৫ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২]
পরিসংখ্যান
আন্তর্জাতিক
- ২৫ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল |
সাল |
ম্যাচ |
গোল
|
ইরান |
২০১৫ |
১২ |
১
|
২০১৬ |
৯ |
০
|
২০১৭ |
৯ |
০
|
২০১৮ |
১২ |
০
|
২০১৯ |
১০ |
০
|
২০২০ |
২ |
০
|
২০২১ |
৯ |
১
|
২০২২ |
৫ |
০
|
সর্বমোট |
৬৮ |
২
|
তথ্যসূত্র
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে
ভাহিদ আমিরি সংক্রান্ত মিডিয়া রয়েছে।