আবুল ফজল জালালি
|
|
পূর্ণ নাম |
সৈয়দ আবুল ফজল জালালি বুরানি |
---|
জন্ম |
(1998-06-26) ২৬ জুন ১৯৯৮ (বয়স ২৬) |
---|
জন্ম স্থান |
আমোল, ইরান |
---|
উচ্চতা |
১.৭৭ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি) |
---|
মাঠে অবস্থান |
রক্ষণভাগের খেলোয়াড় |
---|
|
বর্তমান দল |
এস্তেগলাল |
---|
জার্সি নম্বর |
৩৩ |
---|
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:২৫, ২৫ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
সৈয়দ আবুল ফজল জালালি বুরানি (ফার্সি: سید ابوالفضل جلالی بورانی; জন্ম: ২৬ জুন ১৯৯৮; আবুল ফজল জালালি নামে সুপরিচিত) হলেন একজন ইরানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইরানি ক্লাব এস্তেগলাল এবং ইরান জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৮ সালে, জালালি ইরান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ইরানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত ইরানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে ইরানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইরানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
সৈয়দ আবুল ফজল জালালি বুরানি ১৯৯৮ সালের ২৬শে জুন তারিখে ইরানের আমোলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
জালালি কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১৩ই নভেম্বর তারিখে ঘোষিত ইরানের ২৫ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২]
পরিসংখ্যান
আন্তর্জাতিক
- ২৫ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল |
সাল |
ম্যাচ |
গোল
|
ইরান |
২০২১ |
১ |
০
|
২০২২ |
৩ |
০
|
সর্বমোট |
৪ |
০
|
তথ্যসূত্র
বহিঃসংযোগ