বাসুদেব ইউনিয়ন

বাসুদেব
ইউনিয়ন
১২নং বাসুদেব ইউনিয়ন পরিষদ
বাসুদেব চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
বাসুদেব
বাসুদেব
বাসুদেব বাংলাদেশ-এ অবস্থিত
বাসুদেব
বাসুদেব
বাংলাদেশে বাসুদেব ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫২′৫৯″ উত্তর ৯১°১০′৪৯″ পূর্ব / ২৩.৮৮৩০৬° উত্তর ৯১.১৮০২৮° পূর্ব / 23.88306; 91.18028 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
উপজেলাব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৪০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

বাসুদেব ইউনিয়ন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

বাসুদেব ইউনিয়নের আয়তন ৬,৪৪১ একর (২৬.০৭ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাসুদেব ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৫,৮৭৩ জন। এর মধ্যে পুরুষ ১৭,০৫০ জন এবং মহিলা ১৮,৮২৩ জন। মোট পরিবার ৬,৫১৩টি।[] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৩৭৬ জন।[]

ইতিহাস

কালেরস্বাক্ষী বহনকারী তিতাস নদীর তীরে গড়ে  উঠা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুজলা-সুফলা সমতল ভুমির একটি ঐতিহ্যবাহীঅঞ্চল হলো বাসুদেব ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ বাসুদেব ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা,  সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজওসমুজ্জ্বল।

ক) নাম – বাসুদেব ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ১০.১০ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ৩৫,৮৭৩ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ১৬ টি।

ঙ) মৌজার সংখ্যা – ১৬ টি।

চ) হাট/বাজার সংখ্যা -২ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – রেল/বাস/সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৭৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

   সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি,

   বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩ টি,

  কিন্ডার গার্টেন- ১০টি    

   উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩টি,

  নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ১টি,

   দাখিল মাদ্রাসা- ১টি।

   আলিম মাদ্রাসা- ১টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোহাম্মদ ইশতিয়াক সিয়াম।

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৩ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – তিতাস ঘাট,পাঁচ গম্বুজ জামে মসজিদ।

ঠ) মসজিদ-৫৫টি।

ড) কবরস্থান-২০টি।

ঢ) শশ্মানঘাট-০৪টি।

ণ) মন্দির-০৩টি।

ত) আশ্রম –নাই।

থ) ঈদগাহ ময়দান-০৭টি।

দ) ক্রীড়া সংগঠন-১৫টি।

ধ)সাংস্ককৃতিক সংগঠন-নাই।

ন) পেশাজীবি-০৬টি।

প) ইউপি ভবন স্থাপন কাল – ২২/০৬/১৯৬৮ইং।

ফ)  কাউস্নিলর ভবন স্থাপন কাল- ১৮/০৯/১৯৬৩ইং

অবস্থান ও সীমানা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ-পূর্বাংশে বাসুদেব ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে মাছিহাতা ইউনিয়ন; পশ্চিমে সুলতানপুর ইউনিয়ন, তিতাস নদীকসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন; দক্ষিণে তিতাস নদী, আখাউড়া উপজেলার ধরখাড় ইউনিয়নমোগড়া ইউনিয়ন এবং পূর্বে আখাউড়া উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়ন, আখাউড়া পৌরসভাআখাউড়া উত্তর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

বাসুদেব ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়া সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৫নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৩ এর অংশ।

ওয়ার্ড ভিত্তিক গ্রাম সমূহ:

১.বাসুদেব

২.ঘাটিয়ারা

৩.বরিশল

৪.বৈষ্টবপুর

৫.শ্যামনগর

৬.কোড্ডা

৭.কোড়াবাড়ী

৮.চান্দি

৯.পাইকপাড়া

১০.ভাতশালা

১১.দতাইসার

১২.জারুইলতুলা

১৩.দুবলা

১৪.উজানিসার

১৫.আহরন্দ

১৬.গদারচর

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাসুদেব ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৪%।[]

উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান

যোগাযোগ ব্যবস্থা

খাল ও নদী

তিতাস

দর্শনীয় স্থান

কোড়াবাড়ি মেহের আলী শাহ এর মাজার

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

  • জাহাঙ্গীর আলম খান– গবেষণায় বিশেষ অবদানের জন্য ২০২০ সালে একুশে পদক প্রাপ্ত।
  • এ বি এম আবদুর রহিম - শহীদ বুদ্ধিজীবী
  • হযরত মাওলানা আনোয়ারুল বারী -তিনি প্রখ্যাত আলেমসমাজের অন্যতম একজন ছিলেন বাংলাদেশের।
  • হযরত মাওলানা আব্দুল বারী - তিনি ব্রাহ্মণবাড়িয়া তথা পূর্ববঙ্গের একজন প্রখ্যাত আলেম ছিলেন এবং তালশহর মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন।
০৪মরহুম মো. আবদুল হাই (১৯০৫-১৯৯২) ঘাটিয়ারা (প)/০৮ পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য (১৯৬২ ও ১৯৬৫)(এম পি এ)
০৫ মরহুম অধ্যক্ষ মোহা. সামছুল হুদা (১৯১৭-১৯৯৬) ঘাটিয়ারা (প)/০৮ বিখ্যাত ইসলামি লেখক ও সাহিত্যিক
০৬ মরহুম এবিএম আবদুল রহিম ( ঘাটিয়ারা (প)/০৮ জি.এম.উজেলা ম্যাচ ফ্যাক্টরী, ঢাকা।
০৭ প্রফেসর মোহা. আবদুল হালিম ঘাটিয়ারা (প)/০৮ রাজশাহী বিশ্ব-বিদ্যালয় । লেখক
০৮ অধ্যক্ষ মহিউদ্দিন ঘাটিয়ারা (প)/০৮ ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ
০৯ বীর মুক্তিযোদ্ধা জনাব ইসহাক ভূইয়া(জারু মিয়া) পাইকপাড়া/০৯
  • বাসুদেব কমিউনিটি হলের কার্যকরি কমিটির সদস্য
  • সাবেক চেয়ারম্যান

জনাব মরহুম আফু মিয়া ( সাবেক চেয়ারম্যান) বাসুদেব। জনাব মরহুম আব্দুল জলিল ( সাবেক ভাইস চেয়ারম্যান) কোড্ডা।

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: জনাব মো: হাকিম মোল্লা
  • মেম্বার ৩নং ওয়ার্ড: মোহাম্মদ মাসুদ ভূইঁয়া
  • মেম্বার ২নং ওয়ার্ডঃ মোহাম্মদ উবায়দুল আলী

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯ 
  2. "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!