বাসুদেব ইউনিয়নের আয়তন ৬,৪৪১ একর (২৬.০৭ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাসুদেব ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৫,৮৭৩ জন। এর মধ্যে পুরুষ ১৭,০৫০ জন এবং মহিলা ১৮,৮২৩ জন। মোট পরিবার ৬,৫১৩টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৩৭৬ জন।[২]
ইতিহাস
কালেরস্বাক্ষী বহনকারী তিতাস নদীর তীরে গড়ে উঠা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুজলা-সুফলা সমতল ভুমির একটি ঐতিহ্যবাহীঅঞ্চল হলো বাসুদেব ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ বাসুদেব ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা, সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজওসমুজ্জ্বল।
ক) নাম – বাসুদেব ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১০.১০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩৫,৮৭৩ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৬ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৬ টি।
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – রেল/বাস/সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৭৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩ টি,
কিন্ডার গার্টেন- ১০টি
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩টি,
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ১টি,
দাখিল মাদ্রাসা- ১টি।
আলিম মাদ্রাসা- ১টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোহাম্মদ ইশতিয়াক সিয়াম।
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৩ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – তিতাস ঘাট,পাঁচ গম্বুজ জামে মসজিদ।
↑ কখগ"ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য"(পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: আসল-ইউআরএলের অবস্থা অজানা (link)
↑"ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত"(পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: আসল-ইউআরএলের অবস্থা অজানা (link)