এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। প্রাসঙ্গিক আলোচনা আলাপ পাতায় পাওয়া যেতে পারে। অনুগ্রহ করে নিবন্ধটির উন্নয়নে বাড়তি তথ্যসূত্র দিয়ে সহায়তা করুন।
বাড্ডা বাংলাদেশের ঢাকা বিভাগেরঢাকা জেলায় অবস্থিত একটি থানা। এটি ক্যান্টনমেন্ট থানা এবং গুলশান থানার অংশ থেকে ১৯৯৮ সালের ডিসেম্বর মাসে গঠন করা হয়।[১] বাজার রোড, বেপারীপারা, পূর্ব বাড্ডা-রুপনগর, আদর্শনগর, জয়বাংলার মোর, কবরস্থান রোড এবং পোস্ট অফিস রোড এ এলাকার অন্তর্গত। এ এলাকায় একটি সাব-পোস্ট অফিস রয়েছে এবং প্রায় প্রতিটি গলিতে মসজিদ রয়েছে।