মানচিত্র
উত্তর বড়দল ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা
পূর্বে বাদাঘাট ইউনিয়ন, পশ্চিমে বড়দল দক্ষিণ ইউনিয়ন, উত্তরে ভারত সীমান্ত, দক্ষিণে বাদাঘাট ইউনিয়ন ও দক্ষিণ বড়দল ইউনিয়নের কিয়দাংশ।
ইতিহাস
ইউনিয়নেরনামঃ ৪নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ। অত্রইউনিয়ন পরিষদটি ১৯৭২ খ্রীষ্টাদ্বেপ্রতিষ্টিত হয়।
গোটিলানামক স্থানে দ্বীতল বিশিষ্ট ইউনিয়ন কমপ্লেক্স ভবনটি অবস্থিত। যাহার পূর্বে দিকে ৫নং বাদাঘাট
ইউনিয়ন, উত্তরে ভারত সীমান্ত, পশ্চিমে বড়দল দক্ষিণ ইউনিয়ন। অত্রইউনিয়নের আয়তন ৪,৮৭১ বর্গ
কিলোমিটার প্রায়। ভোটারসংখ্যা ১৮,২০০ প্রায়। জনসংখ্যা ৩৩,৮৪০ প্রায়।[১]
গ্রাম সমূহের তালিকা
ক্র.নং
|
গ্রামের নাম
|
লোক সংখ্যা
|
১
|
রামেশ্বও পুর
|
৩৫০
|
২
|
বোরোখারা
|
১০৭৫
|
৩
|
আমবাড়ি
|
১২২৫
|
৪
|
হলহলিয়া চর গাঁও
|
৮৫০
|
৫
|
রজনীলাইন
|
৮৬০
|
৬
|
আমতৈল
|
৯৩০
|
৭
|
ব্রাম্মন গাঁও
|
২৩০০
|
৮
|
দিঘলবাগ
|
৮৫০
|
৯
|
অলিপুর বাঘ গাঁও
|
৭০০
|
১০
|
মানিগাঁও
|
১৮৫০
|
১১
|
মাহারাম
|
১৪৫০
|
১২
|
পুরান ঘাট
|
২১০০
|
১৩
|
শান্তি পুর
|
১১০০
|
১৪
|
মধুর চর
|
৪৫০
|
১৫
|
বড়ঘোপ
|
৭৫০
|
১৬
|
কড়ইগড়া
|
৬৫০
|
১৭
|
রাজাই
|
৮৫০
|
১৮
|
চাঁনপুর
|
১৫০০
|
১৯
|
গুটিলা
|
২২০০
|
২০
|
চন্দ্রপুর
|
৫৫০
|
২১
|
শিমুলতলা
|
২১৭৫
|
২২
|
ভীত পৈলন পুর
|
৪৭৫
|
২৩
|
বারোহাল
|
১৭০০
|
২৪
|
পৈলন পুর
|
১২৫০
|
২৫
|
সোনাপুর
|
৬০০
|
২৬
|
বদরপুর
|
৪০০
|
২৭
|
ফকির নগর
|
৭০০
|
২৮
|
চরগাও
|
১৮০০
|
২৯
|
কাশতাল
|
২২০০
|
সর্বমোট ৩৩,৮,৪০[১]
টআয়তন ও জনসংখ্যা
জনসংখ্যা-৩৩,৮৪০ প্রায়।
শিক্ষা
শিক্ষার হার :'
শিক্ষা প্রত্ঠান
১/ চাঁনপুর উচ্চ বিদ্যালয়[২][২]
২/ ব্রাহ্মণগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়
৩/ হাজী ইউনুস আলী উচ্চ বিদ্যালয়
৪/পৈলানপুর টাইটেল মাদ্রাসা
দর্শনীয় স্থান
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
১. আবু তাহের চেয়ারম্যান,
২. তমিজ উদ্দিন চেয়ারম্যান,
৩. রোস্তম আলী চেয়ারম্যান,
৪. আবুল কাশেম চেয়ারম্যান,
জনপ্রতিনিধি
চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক
|
নাম
|
মেয়াদ
|
০১
|
রোস্তম আলী
|
১৯৭২-১৯৭৭
|
০২
|
তমিজ উদ্দিন
|
১৯৭৮-১৯৮৩
|
০৩
|
আবু তাহের
|
১৯৮৪-১৯৮৮
|
০৪
|
নিজাম উদ্দিন
|
১৯৮৮-১৯৯১
|
০৫
|
আবু তাহের
|
১৯৯১-১৯৯৪
|
০৬
|
আবু তাহের
|
১৯৯৪-২০০২
|
০৭
|
মো: আবুল কাসেম
|
২০০২-২০১১
|
০৮
|
জামাল উদ্দিন
|
২০০১১-২০১৬
|
০৯
|
মো: আবুল কাসেম
|
২০০১৬-২০২২
|
০৭
|
মো: মাসুক মিয়া
|
২০২২-বর্তমান
|
আরও দেখুন
তথ্যসূত্র