ফু মিং (জন্ম ৫ জানুয়ারি ১৯৮৩) একজন চীনা ফুটবল রেফারি। ২০১৪ সাল থেকে তিনি ফিফার একজন পূর্ণাঙ্গ আন্তর্জাতিক রেফারি।[১] তিনি নানজিং ইউনিভার্সিটি অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সের জিনচেং কলেজের শিক্ষক।[২]
২৩ ফেব্রুয়ারি ২০১৯-এ ঘোষণা করা হয়েছিল যে ফু মিংকে চীনের পেশাদার রেফারিদের একজন হওয়ার জন্য সিএফএ দ্বারা নিয়োগ করা হয়েছে।[৩]