প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড জাতীয় মহিলা ফুটবল দল আন্তর্জাতিক মহিলাদের ফুটবলে প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড-এর প্রতিনিধিত্ব করে থাকে। এই দল উয়েফা মহিলা চ্যাম্পিয়নশিপ সহ বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দলটি ফিফা মহিলা বিশ্বকাপ এবং গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনেও অংশগ্রহণ করে এবং ২০২৩ সংস্করণে তাদের প্রথম বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে। দলটি নিয়ন্ত্রিত হয় আয়ারল্যান্ড মহিলা ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা।
ঘরের মাঠ
ইতিহাস জুড়ে আয়ারল্যান্ড প্রজাতন্ত্র বিভিন্ন মাঠে তাদের হোম ম্যাচ খেলেছে। সবচেয়ে নিয়মিত ব্যবহৃত ড্যালিমাউন্ট পার্ক, টোলকা পার্ক, রিচমন্ড পার্ক এবং টার্নার্স ক্রস স্টেডিয়াম। তারা বেলফিল্ড পার্ক, কার্লাইল গ্রাউন্ডস, ফেরিক্যারিগ পার্ক, ফ্লানকেয়ার পার্ক এবং আর্ক্লোতে মাঝে মাঝে ম্যাচ খেলেছে। যাইহোক, সেপ্টেম্বর ২০১৩ থেকে তারা টালাহ স্টেডিয়ামে তাদের সমস্ত হোম গেম খেলেছে।
কোচিং স্টাফ
বর্তমান কোচিং স্টাফ
সিনিয়র মহিলা দলের ম্যানেজমেন্ট দল:[১]
পজিশন
|
নাম
|
প্রধান কোচ
|
ভেরা পাউ
|
সহকারী কোচ
|
টম এমস
|
গোলকিপিং কোচ
|
জান উইলেম ভন এডে
|
কোচের তালিকা
- এমন ডার্সি (১৯৮৪–৮৫)
- ফ্র্যান রুনি (১৯৮৬–৯১)
- লিন্ডা গরম্যান (১৯৯১–৯২)
- মিখ কুক (১৯৯২–২০০০)[২]
- নোয়েল কিং (২০০০–১০)[৩]
- সুজান রোনান (২০১০–১৬)[৪][৫]
- কলিন বেল (২০১৭–১৯)[৬]
- ভেরা পাউ (২০১৯–)[৭]
রেকর্ড
মহিলা বিশ্বকাপ
পরিসংখ্যান
- সর্বোচ্চ ক্যাপ অধিকারী: এমা বায়রন (১৩৪)[৮]
- সর্বোচ্চ গোলদাত্রী: অলিভিয়া ও'টুল (৫৪)[৯] [ক্যাপ গ্রহণ ১৩০+]
তথ্যসূত্র
বহিঃসংযোগ