হিন্দু পুরাণ মতে, পাঞ্চজনী হলেন একজন হিন্দু দেবী এবং একাধিক দেব-দেবীর মাতা৷ তিনি রাজাধিরাজ প্রজাপতির দক্ষের দ্বিতীয়া স্ত্রী, অপরজন হলেন প্রসূতি৷[১] মৎস্যপুরাণ অনুসারে পাঞ্চজনী ও দক্ষরাজা সহস্র পুত্রসন্তানের মাতা ও পিতা হন৷
নামকরণ
পাঞ্চজনী শব্দের আক্ষরিক অর্থ পাঁচটি মূল উপাদান বা জনের দ্বারা সৃষ্ট অর্থাৎ পঞ্চভূতে নির্মিত৷[২]
কিংবদন্তি
মৎস্যপুরাণ মতে, ব্রহ্মাপুত্র প্রজাপতি দক্ষ পাঞ্চজনীকে বিবাহ করেন৷[৩] তাদের দিব্যমিলনের ফলে সঠিক সময়ে একাধিক কন্যাসন্তান জন্মলাভ করে৷[৪] প্রাচীন গ্রন্থগুলিতে উভয়ের একাধিক পুত্রসন্তান লাভের উল্লেখও আছে৷[৫]. দক্ষ তার পুত্রদের অন্যান্য অনেক জীবজন্তু সৃষ্টি করার নির্দেশ দেন৷
একাধিক গ্রন্থে উল্লেখপ্রাপ্ত পাঞ্চজনীর কন্যারা হলেন, সমস্ত দেবগণের মাতা অদিতি, সমস্ত অসুরগণের মাতা দিতি, নক্ষত্রগণের অন্যতমা কৃত্তিকা[৬] এবং চন্দ্রদেবের অন্যতমা প্রিয়া পত্নী রোহিণী৷[৭].
তথ্যসূত্র
↑Vasudeva Sharana Agrawala. 1963. Matsya-Purāṇa: A Study. All-India Kashiraj Trust. "Then Daksha begot on his wife Panchajani 1000 sons."
↑Vijay Kumar (2005). Baby Names for Girls. Lotus Press. p. 65.
↑Devdutt Pattanaik (2003). Indian Mythology: Tales, Symbols, and Rituals from the Heart of the Subcontinent. "The moon god Chandra was married to twenty-seven daughters of the priest king Daksha, but he preferred only one: Rohini."
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!