নেপাল শিবসেনা

নেপাল শিবসেনার দেওয়াল-লিখন। এতে লেখা আছে ‘মাওবাদ নিপাত যাক’।

নেপাল শিবসেনা (নেপালি: नेपाल शिवसेना) হল নেপালের একটি হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতক দল। ১৯৯৯ সালে এই দল গঠিত হয়। এটি ভারতের শিবসেনা দলটির সঙ্গে সম্পর্কযুক্ত। কিরন সিং বুধাঠোকি এই দলের সভাপতি।[]

তালিবানরা প্রাচীন বৌদ্ধ নিদর্শনগুলি ধ্বংস করতে শুরু করলে, নেপাল শিবসেনা তার তীব্র প্রতিবাদ করে।[]

তথ্যসূত্র

  1. "Nepal Shiv Sena launched"। ১১ সেপ্টেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৫ 
  2. P. 38 Religious Freedom in Asia By Edward P. Lipton

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!