সংঘীয় লোকতান্ত্রীক গণতন্ত্র নেপালের রাষ্ট্রপতি |
---|
নেপালের অস্ত্রের কোট |
নেপালের পতাকা |
|
সম্বোধনরীতি | মহামহিম, সম্মাননীয় |
---|
নিয়োগকর্তা | পরোক্ষ নির্বাচন |
---|
মেয়াদকাল | পাঁচ বছর, জয়ী হলে একবার নবায়নযোগ্য |
---|
সর্বপ্রথম | রামবরণ যাদব |
---|
গঠন | ২৮ মে ২০০৮; ১৬ বছর আগে (2008-05-28) |
---|
ডেপুটি | নেপালের ভাইস প্রেসিডেন্ট |
---|
বেতন | NPR ১,০৯,৪১০ (মাসিক)[১] |
---|
ওয়েবসাইট | www.presidentofnepal.gov.np |
---|
সংঘীয় লোকতান্ত্রীক গণতন্ত্র নেপালের রাষ্ট্রপতি (নেপালি: राष्ट्रपति) হচ্ছেন নেপালের রাজ্য প্রধান। ২০০৮ সালে এই দেশটি প্রজাতন্ত্র দেশ হিসেবে ঘোষণা পাওয়ার পর রাষ্ট্রপতি কার্যালয় তৈরি করা হয়। নেপালের বর্তমান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল, যিনি অক্টোবর ২০২৩ তে জয়ী হন। রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে "মান্যবর (নেপালি: सम्माननीय)" বলে সম্বোধন করা হয়।
নির্বাচন ও ক্ষমতা
প্রেসিডেন্ট নেপালের সংসদ ও প্রাদেশিক আইনসভার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি ইলেক্টোরাল কলেজের ভোটে নির্বাচিত হয়। যিনি অধিক ভোট পান, তিনি নির্বাচিত হিসেবে ঘোষিত হন। I যদি কেউ ১ম পর্যায়ে সংখ্যাগরিষ্ঠ ভোট না পায়, ততক্ষণ পর্যন্ত এই ভোট পর্ব চলতে থাকে। রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর দীর্ঘায়িত হয়। একজন প্রেসিডেন্ট যতবার ইচ্ছা মনোনীত হতে পারেন, কিন্তু দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না
রাষ্ট্রপতির ক্ষমতা প্রায় সম্পূর্ণরূপে আনুষ্ঠানিক। সংসদীয় গণতন্ত্রের মত, নেপালের প্রেসিডেন্ট শুধু নামেমাত্র প্রধান নির্বাহী নয়। বরং সংবিধান মতে তিনি প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের উপর ক্ষমতা রাখেন।
নেপালের রাষ্ট্রপতির তালিকা (২০০৮–বর্তমান)
সর্বশেষ নির্বাচন
রাষ্ট্রপতির নির্বাচন
সূত্র:www.thehindu.com
তথ্যসূত্র
বহিঃসংযোগ