১৯৪৪-১৯৪৬ সাল পর্যন্ত কেমার কানাডায় কাটান। ১৯৫৩ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত তিনি স্কটল্যান্ডেরএডিনবরা বিশ্ববিদ্যালয়েরগাণিতিক পদার্থবিজ্ঞানেরটেইট অধ্যাপক (পদার্থবিজ্ঞানী পিটার টেইটের সম্মানার্থে সৃষ্ট বিশিষ্ট অধ্যাপদের পদ) ছিলেন, এবং টেইট গাণিতিক পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। ১৯৫৪ সালে তিনি রয়্যাল সোসাইটি অফ এডিনবরা এর ফেলো নির্বাচিত হন। নর্মান ফেদার, ম্যাক্স বর্ন, স্যার এডমান্ড হুইটেকার এবং আলেকজান্ডার এইট্কেন তার নাম সুপারিশ করেন। ১৯৭১ থেকে ১৯৭৪ পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[৪]
১৯৫৬ সালে তিনি রয়্যাল সোসাইটি'র ফেলো নির্বাচিত হন,[১] এবং ১৯৬৬ সালে তিনি এর হিউজ পদক লাভ করেন। ১৯৭৫ সালে তিনি জে. রবার্ট অপেনহাইমার স্মৃতি পুরস্কার- এ ভূষিত হন।[৫][৬] কেমার ছিলেন একমাত্র পাকিস্তানি নোবেল পুরস্কার বিজেতা ডক্টর আবদুস সালামের গুরু এবং শিক্ষক। আপেক্ষিকতার সমীকরণ প্রয়োগ করে নিউট্রন বিক্ষেপণ নিয়ে তিনি সালামকে প্রশিক্ষণ দিয়েছেন এবং একসাথে কাজও করেছেন বলেও স্বীকৃত আছে।
কর্ম এবং উত্তরাধিকার
ডাফিন-কেমার-পেটিয়া সমীকরণ
ডাফিন-কেমার-পেটিয়া সমীকরণ (Duffin–Kemmer–Petiau equation; ডিকেপি সমীকরণ, ডাফিন-কেমার সমীকরণ অথবা কেমার সমীকরণ নামেও পরিচিত) এবং ইয়াং-মিল্স ক্ষেত্র একত্রে, কণার প্রমিত মডেল এর বর্ণনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডাফিন-কেমার-পেটিয়া সমীকরণ প্রোকা সমীকরণ[৭] এবং ক্লাইন-গর্ডন সমীকরণ[৮] এর সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ডিকেপি সমীকরণ আর ক্লাইন-গর্ডন সমীকরণ, উভয়েরই একই সীমাবদ্ধতা রয়েছে, উভয় ক্ষেত্রেই ঋণাত্মক সম্ভাব্যতা দেখা যায়।[৮] এই সমীকরণে ম্যাট্রিক্স সংশ্লিষ্ট রয়েছে, যা ডাফিন-কেমার-পেটিয়া বীজগণিত অনুসরণ করে। যে কাজ করতে গিয়ে ডিকেপি সমীকরণের জন্ম, তাকে কেমারের লেখা নিবন্ধে[৯] "ইলেকট্রনের বাইরে মৌলিক কণাগুলোর জন্য সন্তোষজনক আপেক্ষিকতার তত্ত্বের প্রথম লিখিত প্রচেষ্টা"- বলে আখ্যা দেওয়া হয়েছে। পরবর্তীকালে এই সমীকরণগুলোকে ডিরাক সমীকরণের সাথে একীভূত করেন ভারতীয়নিউক্লীয় পদার্থবিদহোমি জাহাঙ্গীর ভাভা।[১০]
স্বীকৃতি
কেমারের সম্মানে এডিনবরা বিশ্ববিদ্যালয়েরকিং'স বিল্ডিংস কমপ্লেক্স প্রাঙ্গণের রাস্তা, নিকোলাস কেমার সড়ক নামে নামকরণ করা হয়েছে।
↑Charles P. Enz, Beat Glaus, Gerhard Oberkofler (eds.): Wolfgang Pauli und sein Wirken an der ETH Zürich, vdh Hochschulverlag ETHZ Zürich, 1997, আইএসবিএন৩-৭২৮১-২৩১৭-X, p. 62 (in German language)
↑Sergey Kruglov: Symmetry and electromagnetic interaction of fields with multi-spin. A Volume in Contemporary Fundamental Physics, আইএসবিএন১-৫৬০৭২-৮৮০-৯, 2000, p. 26
↑ কখAnton Z. Capri: Relativistic quantum mechanics and introduction to quantum field theory, World Scientific, 2002, আইএসবিএন৯৮১-২৩৮-১৩৬-৮, p. 25
↑N. Kemmer: The particle aspect of meson theory, Proceedings of the Royal Society A, 10. November 1939, vol. 173, no. 952, pp. 91–116, ডিওআই:10.1098/rspa.1939.0131
↑Animesh Datta: High-spin field theories and relativistic quantum mechanics of bosons, In Emerson D. Seifer (ed.): Bosons, ferromagnetism and crystal growth research, pp. 119–150, Nova Science Publishers, 2006, আইএসবিএন৯৭৮-১-৬০০২১-৩৬৭-০, p. 122