নাগা শৌর্য

নাগা শৌর্য
২০১৮ সালে নাগা শৌর্য
জন্ম (1989-01-22) ২২ জানুয়ারি ১৯৮৯ (বয়স ৩৫)[]
পেশাঅভিনেতা
কর্মজীবন২০১১ – বর্তমান

নাগা শৌর্য একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, যিনি মূলত তেলুগু চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি ২০১১ সালের তেলুগু চলচ্চিত্র ক্রিকেট, গার্লস অ্যান্ড বিয়ার দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি ২০১৪ সালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র চান্দামামা কাথালু-তে অভিনয় করেছিলেন। পরবর্তীতে তিনি উহালু গুসাগুসালাদে (২০১৪), দিক্কুলু চুদকু রামায়া (২০১৪), কল্যাণা বৈভগামে (২০১৬), জ্যো অচিউতানন্দ (২০১৬) এবং চলো (২০১৮)-এর মতো বক্স অফিস হিট চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছিলেন।[]

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্র ভূমিকা মন্তব্য
২০১১ ক্রিকেট গার্লস অ্যান্ড বিয়ার বিক্রম
২০১৪ চন্দমামা কাথালু রাজু
উহালু গুসাগুসালাদে এন. ভেঙ্কটেশ্বর রাও "ভেঙ্কি"
দিক্কুলু চুদকু রামায়া মধু
লক্ষ্মী রাভে মা ইন্তিকে সাই
২০১৫ জাদুগাডু কৃষ্ণা
২০১৬ আবায়িথো আম্মায়ি অভি
কল্যাণা বৈভগামে শৌর্য
ওকা মানাসু সূর্য
জ্যো অচিউতানন্দ আনন্দ বর্ধন রাও
নী যথালেকা অখিল নাগা শৌর্য স্বাক্ষরিত প্রথম চলচ্চিত্র, প্রায় ৫ বছর বিলম্বের পরে মুক্তি দেওয়া হয়[]
২০১৭ কাথালো রাজাকুমারী শৌর্য ক্ষণিক চরিত্রাভিনয়
২০১৮ চলো হরি সহ-প্রযোজক'ও
দিয়া কৃষ্ণা দ্বিভাষিক চলচ্চিত্র তামিল এবং তেলুগু
তামিল চলচ্চিত্রে অভিষেক
কানাম
আম্মাম্মাগারিলু সন্তোষ
নর্তনসালা রাধা কৃষ্ণ সহ-প্রযোজক'ও
২০১৯ ওহ! বেবি বিক্রম
২০২০ অশ্বত্থামা গণ সহ-প্রযোজক এবং রচয়িতা

তথ্যসূত্র

  1. "Happy Birthday Naga Shaurya: 5 best performances of the actor that one shouldn't miss"The Times of India (ইংরেজি ভাষায়)। ২০২০-০১-২২। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০ 
  2. "Chalo"The Times of India। ২২ জানুয়ারি ২০২০। 
  3. Adivi, Sashidhar (৭ মার্চ ২০১৮)। "Young actors abandon films"Deccan Chronicle 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!