নকশীকাঁথা এক্সপ্রেস (ট্রেন নাম্বার-২৫/২৬) বাংলাদেশ রেলওয়ের অধীনে চলা একটি মেইল ট্রেন।[১] ট্রেনটি খুলনা থেকে ঢাকা যেতে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ ও ঢাকা জেলাকে সংযুক্ত করেছে।
যাত্রাপথ
নকশীকাঁথা এক্সপ্রেস (খুলনা-ঢাকা) ও (ঢাকা-খুলনা) রেলপথে পদ্মা সেতু দিয়ে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।
স্টেশন তালিকা
নকশীকাঁথা এক্সপ্রেস যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে কিছু স্টেশনের নাম উল্লেখ করা হলো:
সময়সূচী
- নকশীকাঁথা এক্সপ্রেস খুলনা থেকে ঢাকা (কমলাপুর) এর উদ্দেশ্যে ছাড়ে রাত ১১ টা ৩০ মিনিটে, ঢাকা (কমলাপুর) পৌঁছায় সকাল ১০ টা ১০ মিনিটে।
- ঢাকা (কমলাপুর) থেকে খুলনার উদ্দেশ্যে ছাড়ে সকাল ১১ টা ৪০ মিনিটে, খুলনা পৌঁছায় রাত ১০টা ২০ মিনিটে।
সম্পর্কিত নিবন্ধ
বাংলাদেশের মেইল ও কমিউটার ট্রেনের তালিকা
তথ্যসূত্র
|
---|
আন্তঃনগর | |
---|
অন্যান্য | |
---|
আন্তর্জাতিক | |
---|