তেভেত (হিব্রু ভাষায়: טֵבֵת; আক্কাদীয় ṭebētu থেকে) সাধারণ পঞ্জির চতুর্থ এবং ইহুদি ধর্মপঞ্জির দশম মাস। এই মাসের পূর্বে কিসলেভ ও পরে শেভাত রয়েছে। এই মাসে ২৯টি দিন বিদ্যমান। গ্রেগরীয় বর্ষপঞ্জির ডিসেম্বর-জানুয়ারিতে পড়ে এই হিব্রু মাস। ব্যাবিলনীয় বর্ষপঞ্জিতে এর নাম আরা তেবেতাম, যার অর্থ "কর্দমাক্ত মাস"।
গ্রেগরীয় নববর্ষ দিবস (১ জানুয়ারি) সর্বদা এই মাসের কাছাকাছি ঘটে। শুধু মাঝেমধ্যে গ্রেগরীয় নববর্ষ কিসলেভ বা শেভাতে ঘটে।
২৫ কিসলেভ – ২ তেভেত – হানুক্কাহ (অথবা ৩ তেভেত যদি কিসলেভ মাস ১ দিন সংক্ষিপ্ত হয়)। ১০ তেভেত – দশম তেভেত (আসারা বে'তেভেত), ইহুদিদের একটি উপবাস দিবস।
শমরীয় কর্তৃক ইহুদিদের বিশ্বাসঘাতকতার অভিযোগ জানার পর মহান আলেকজান্ডার তাদের সাথে দেখা করেন। [২]
Shimon ben Shetach successfully completed the expulsion of the Sadducees (a sect which denied the Oral Torah and the authority of the Sages) who had dominated the Sanhedrin (Supreme Court), replacing them with his Torah-loyal Pharisaic disciples