তুরহান সুলতান

তুরহান খাদিজা
ল. সেকুইলিন অঙ্কিত ১৯ শতকের চিত্রকর্ম
নায়েব-ই-সালতানাত বা রাজপ্রতিভূ
কার্যকাল২ সেপ্টেম্বর ১৬৫১ - ১৬৫৬
পূর্বসূরিকোসেম সুলতান
উত্তরসূরিপদ বিলুপ্ত
সুলতানচতুর্থ মুহাম্মদ
ভালিদে সুলতান (রাজমাতা)
উসমানীয় সাম্রাজ্য
কার্যকাল২ সেপ্টেম্বর ১৬৫১ - ৪ আগস্ট ১৬৮৩
পূর্বসূরিকোসেম সুলতান
উত্তরসূরিআসুব সুলতান
হাসেকি সুলতান
(সম্রাজ্ঞী)
উসমানীয় সাম্রাজ্য
কার্যকাল২ জানুয়ারি১৬৪১-১২ আগস্ট ১৬৪৮
পূর্বসূরিআয়েশা সুলতান(চতুর্থ মুরাদের স্ত্রী)
উত্তরসূরিগুলনুস সুলতান
সহ-হাসেকিআসুব সুলতান
মুয়াজ্জেজ সুলতান
হুমাশাহ সুলতান
মাহিয়েনভার
আয়েশা সুলতান
সিভেকার সুলতান
জন্মনাদিয়া
১৬২২
রুথেনিয়া, (বর্তমানে রাশিয়া,ইউক্রেন,বেলারুশ এর অংশ)
মৃত্যু১৬৮৩(1683-00-00) (বয়স ৬০–৬১)
ইস্তাম্বুল, উসমানীয় সাম্রাজ্য
সমাধি
দাম্পত্য সঙ্গীইব্রাহিম (উসমানীয় সুলতান)
বংশধরচতুর্থ মুহাম্মদ
আতিকা সুলতান
পূর্ণ নাম
তুর্কি: Turhan Sultan
উসমানীয় তুর্কি: تورخان سلطان
ধর্মইসলাম, পূর্বে ইস্টার্ন অর্থোডক্স

তুরহান সুলতান (আনু. ১৬২২ – ৪ আগস্ট ১৬৮৩ ; তুরহান অর্থ "ক্ষমা "), ছিলেন সুলতান ইব্রাহিমের প্রথম হাসেকি হিসেবে উসমানীয় সাম্রাজ্যের হাসেকি সুলতান এবং সুলতান চতুর্থ মুহাম্মদের মা হিসেবে ভালিদে সুলতান। ক্ষমতাধর নারী কোসেম সুলতানকে হত্যা এবং তাঁর অনুসারিদের দমন করে ক্ষমতা দখল, নাবালক পুত্রের রাজত্বের প্রথম দিকে নায়েব (নাবালক সুলতানের পক্ষে যিনি রাজকার্য পরিচালনা করেন;Regent) হিসেবে দায়িত্ব পালন এবং এই একমাত্র পুত্রের পরবর্তী রাজত্বকালে পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত ছিলেন। তিনি ও তাঁর শাশুড়ি কোসেম সুলতান উসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে কেবল দুজন নারী যারা আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব পেয়েছিলেন। তিনি কাদিনী সালতানাত নামে পরিচিত যুগের অন্যতম প্রতাপশালী সুলতানা। তুরহানই একমাত্র নারী যিনি সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে সুলতানের সাথে সমান ক্ষমতা ভাগাভাগির আইনি স্বীকৃতি পেয়েছিলেন। কিন্তু তিনি স্বেচ্ছায় তাঁর এই ক্ষমতা উজিরে আজমের হাতে তুলে দেন, যার ফলে শতবর্ষাধিক কালব্যাপি স্থায়ী কাদিনী সালতানাতের এর অবসান ঘটে এবং শুরু হয় উসমানীয়দের ইতিহাসে অন্যতম গৌরবোজ্জ্বল সময়- কোপ্রুলু যুগ

ছবি

জনপ্রিয় মাধ্যমে তুরহান সুলতান

২০১৫ সালে, তুর্কি ঐতিহাসিক কল্পকাহিনী টিভি সিরিজ সুলতান সুলেমান: কোসেম, এ তুরহানের চরিত্রটি তুর্কি অভিনেত্রী হ্যান্ডে দোগানদেমির দ্বারা চিত্রিত হয়েছে।[]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Hande Doğandemir, Tugay Mercan ve Müge Boz, Muhteşem Yüzyıl Kösem kadrosunda!"ranini.tv (তুর্কি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-১১-০৫ 

সূত্র


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!