তারক মেহতা কা উল্টা চশমা

তারক মেহতা কা উল্টা চশমা
ধরন
নির্মাতা
ভিত্তিতারক মেহতা দ্বারা লিখিত ‘দুনিয়া নে উন্ধা চশমা'
লেখক
  • রাজু অডেদ্রা
  • নীরেন ভাট
  • জিতেন্দ্র পারমার
  • আব্বাস হীরাপুরওয়ালা
পরিচালক
  • হারশাদ যোশী
  • মালাভ সুরেশ রাজদা
অভিনয়েনিচে দেখুন
উদ্বোধনী সঙ্গীততারক মেহতা কা উল্টা চশমা
মূল দেশভারত
মূল ভাষাহিন্দি
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা৪,২৭৫ (চলমান)
নির্মাণ
প্রযোজক
  • নীলা আসিত মোদি
নির্মাণের স্থানমুম্বই
লন্ডন
হংকং
গুজরাত
প্যারিস
ব্রাসেল্‌স
ক্যামেরা সেটআপমাল্টি-ক্যামেরা
ব্যাপ্তিকাল২০–২২ মিনিট
নির্মাণ কোম্পানিনীলা টেলি ফিল্মস
পরিবেশকসনি পিকচার্স নেটওয়ার্কস
মুক্তি
মূল নেটওয়ার্কসনি সাব
ছবির ফরম্যাট
মূল মুক্তির তারিখ২৮ জুলাই ২০০৮ (2008-07-28) –
বর্তমান
ওয়েবসাইট

তারক মেহতা কা উল্টা চশমা (হিন্দি: तारक मेहता का उल्टा चश्मा; অনু. তারক মেহতার উল্টো চশমা) ভারতের জনপ্রিয় একটি কৌতুক টেলিভিশন ধারাবাহিক, যা ২৮ জুলাই ২০০৮ থেকে সনি সাবে সম্প্রচারিত হয়ে আসছে।[] এটি ভারতের দীর্ঘতম চলমান টেলিভিশন ধারাবাহিকগুলোর মধ্যে একটি।[] অনুষ্ঠানটি হাসির পাশাপাশি নানাভাবে শিক্ষাও দিয়ে থাকে। এটি গোকুলধাম নামক একটি সোসাইটি নিয়ে নির্মিত গল্প, যেখান সব রকমের মানুষ একটি পরিবারের মতো বাস করে।

চরিত্রাবলি ও কাহিনীসংক্ষেপ

গোকুলধাম পাউডার গলি, গোরেগাঁও, মুম্বাই এর একটি আবাসিক সোসাইটি। সোসাইটিতে ৪টি উইং আছে: এ উইং, বি উইং, সি উইং, ডি উইং। যদিও সোসাইটিতে ৫০টি ফ্ল্যাট আছে, কিন্তু ধারাবাহিকে শুধুমাত্র ৮টি পরিবারে ঘটনাক্রম দেখায়:

  • জেঠালাল চম্পকলাল গড়া গুজরাটের কচ্ছ জেলার একজন ইলেক্ট্রনিক্স দোকান মালিক। যে তার স্ত্রী দয়া, বাবা চম্পকলাল জয়ন্তিলাল গড়া ও ছেলে ত্রিপেন্দ্র গড়া ওরফে টাপ্পুকে নিয়ে বি উইং-এ থাকে।
  • যোধপুর, রাজস্থান-এর কথক তারক মেহতা ও তার স্ত্রী অঞ্জলি বি উইং এ থাকে।
  • সোসাইটির একমেভ (একমাত্র) সেক্রেটারি রত্নগিরি, মহারাষ্ট্র থেকে আসা গৃহ শিক্ষক আত্মারাম তুকারাম ভিরে, তার স্ত্রী মাধবী ও মেয়ে সোনালিকা ওরফে সোনু এ উইং-এ থাকে।
  • উত্তর প্রদেশ এর ডাক্তার হংসরাজ হাতি, তার স্ত্রী কোমল হাতি ও ছেলে গুলাবকুমার হংসরাজ হাতি ওরফে গোলি এ উইং এ থাকে।
  • অমৃতসর, পাঞ্জাবের রোশান সিং সোধি, তার স্ত্রী যার নামও রোশান এবং ছেলে গুরুচরণ সিং রোশান সিং সোধি ওরফে গোগি এ উইং-এ থাকে।
  • দক্ষিণ ভারতের বিজ্ঞানী কৃষ্ণণ আইয়ার ও তার বাঙালি স্ত্রী ববিতা সি উইং এ থাকে।
  • অবিবাহিত সাংবাদিক পোপটলাল পান্ডে সি উইং-এ থাকে।
  • পঙ্কজ দিওয়ান সহায় ওরফে পিঙ্কু গুলমোহোর এপার্টমেন্ট নামক আরেকটি সোসাইটিতে থাকে।

এছাড়াও আরো কিছু চরিত্র আছে। যেমন: জেঠালালের স্ত্রী দয়ার ভাই সুন্দরলাল, সোসাইটির পাশের "অল ইন ওয়ান জেনারেল স্টোর" নামক একটি দোকানের মালিক আব্দুল, জেঠালালের দোকানের কর্মচারী নটওয়ারলাল প্রভাশঙ্কর উন্ধাইওয়ালা (নাট্টু কাকা) ও বাঘেশ্বর দাদুখ উন্ধাইওয়ালা (বাঘা), বাঘার বাগদত্তা বাউরি ধন্দুলাল কানপুরিয়া, স্থানীয় থানার ইন্সপেক্টর চালু পান্ডে এবং আরো কিছু ছোট ছোট চরিত্র।

সোসাইটির সকল সদস্যদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে। এমন মনে হয় যেনো পুরোটাই একটি পরিবার। তবে সাধারণ ভারতীয় পরিবারের মতো এতেও কিছু ঝগড়াঝাঁটি হয়। তবে সবসময় সোসাইটির কোনো না কোনো সদস্য বিপদে থাকে। বিপদে সবাই সবাইকে সাহায্য করে।

অভিনয়শিল্পী

প্রাক্তন অভিনেতা ও অভিনেত্রী

তথ্যসূত্র

  1. "Taarak Mehta Ka Ooltah Chashmah completes 14 glorious years; Sonalika Joshi aka Madhavi says, 'We are so grateful'"The Times of India। ২০২২-০৭-২৮। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২৩ 
  2. Pandey, Devasheesh; News, India TV (২০২২-০৭-১৭)। "Taarak Mehta Ka Ooltah Chashmah to Bhabi Ji Ghar Par Hai: 5 longest running TV shows"www.indiatvnews.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২৩ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৮ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!