ডারিন মারে

ডারিন মারে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ডারিন জেমস মারে
জন্ম (1967-09-04) ৪ সেপ্টেম্বর ১৯৬৭ (বয়স ৫৭)
ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৯১)
২৬ নভেম্বর ১৯৯৪ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ টেস্ট১৮ মার্চ ১৯৯৫ বনাম শ্রীলঙ্কা
একমাত্র ওডিআই
(ক্যাপ ৯১)
৩ নভেম্বর ১৯৯৪ বনাম ভারত
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯০/৯১ - ১৯৯৭/৯৮ক্যান্টারবারি
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৫৩ ৫১
রানের সংখ্যা ৩০৩ ২,৯০৭ ১,১০৮
ব্যাটিং গড় ২০.১৯ ৩.০০ ৩৪.৬০ ২৭.০২
১০০/৫০ ০/১ ০/০ ১/১৩ ১/৪
সর্বোচ্চ রান ৫২ ১৮২ ১১৬
বল করেছে ৯৬ ১২
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং ৬/– ০/– ৩৬/– ১৬/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৮ অক্টোবর ২০২০

ডারিন জেমস মারে (ইংরেজি: Darrin Murray; জন্ম: ৪ সেপ্টেম্বর, ১৯৬৭) ক্রাইস্টচার্চ এলাকায় জন্মগ্রহণকারী সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[]

ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ক্যান্টারবারি দলের প্রতিনিধিত্ব করেন।[] দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন ডারিন মারে

খেলোয়াড়ী জীবন

১৯৯০-৯১ মৌসুম থেকে ১৯৯৭-৯৮ মৌসুম পর্যন্ত ডারিন মারে’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।

সমগ্র খেলোয়াড়ী জীবনে আটটিমাত্র টেস্ট ও একটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন ডারিন মারে। ২৫ নভেম্বর, ১৯৯৪ তারিখে জোহেন্সবার্গে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১৮ মার্চ, ১৯৯৫ তারিখে ডুনেডিনে সফরকারী শ্রীলঙ্কা দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি। এছাড়াও, ৩ নভেম্বর, ১৯৯৪ তারিখে দিল্লিতে স্বাগতিক ভারত দলের বিপক্ষে একটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার।

ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর হিসাবরক্ষক হিসেবে কর্মরত তিনি।

তথ্যসূত্র

  1. Darrin Murray, CricInfo. Retrieved 2019-12-14.
  2. Darrin Murray, CricketArchive. Retrieved 2019-12-14.

আরও দেখুন

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!