টমাস শেলিং (১৪ এপ্রিল, ১৯২১ - ১৩ ডিসেম্বর, ২০১৬) মার্কিন অর্থনীতিবিদ এবং ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের অধ্যাপক। তিনি ২০০৫ সালে রবার্ট আউমানের সাথে অর্থনীতিতেনোবেল পুরস্কার লাভ করেন। শেলিং অর্থনীতিতে ১৯৪৪ সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ব্যাচেলর এবং ১৯৫১ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পি,এইচ,ডি, ডিগ্রি লাভ করেন। ১৯৬০ সালে প্রকাশিত তার The Strategy of Conflict পশ্চিমা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বই গুলোর একটি বলে বিবেচিত।