জর্জ আর্থার অ্যাকারলফ (ইংরেজি: George Arthur Akerlof) একজন মার্কিন অর্থনীতিবিদ। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে এর অর্থনীতি বিভাগের অধ্যাপক।[১] তিনি ২০০১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
জীবনী
অ্যাকারলফ ১৯৪০ সালের ১৭ জুন কানেকটিকাটের নিউ হ্যাভেনে জন্মগ্রহণ করেন। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে বিএ ডিগ্রি এবং ১৯৬৬ সালে ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত লন্ডন স্কুল অব ইকোনমিক্স এ শিক্ষকতা করেন।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
|
---|
১৯৬৯–১৯৭৫ | |
---|
১৯৭৬-২০০০ | |
---|
২০০১–বর্তমান | |
---|