জোন্ড ৪ (রুশ: Зонд 4; অর্থ: জোন্ড ৪) হলো চন্দ্র অনুসন্ধানের জন্য ১৯৬৮ সালে মহাশূণ্যে প্রেরণ করা একটি সোভিয়েত মহাকাশযান। এই অভিযানটিকে সোভিয়েত জোন্ড কর্মসূচির অংশ হিসাবে আন্তঃগ্রহ মহাকাশ অভিযান হিসেবে চিহ্নিত করা হয় এবং এটি চন্দ্রে অন্বেষণের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। এটি চন্দ্র পার্শ্ব-অতিক্রমণ করার জন্য প্রেরিত হয়।
জোন্ড ৪ মহাকাশযানটিকে ডি-১ই উচ্চ-স্তর সংযুক্ত একটি প্রোটন-কে বাহক রকেটের ওপর বসিয়ে বাইকোনুর কসমোড্রোমের সাইট ৮১/৬ থেকে উৎক্ষেপণ করা হয়। মহাকাশযানটিকে ১৯৬৮ সালের ২ মার্চ তারিখের ১৮:২৯:২৩ ইউটিসিতে উৎক্ষেপণ করা হয়।[১]
টেমপ্লেট:Moon
টেমপ্লেট:Orbital launches in 1968