জোন্ড ৩ (রুশ: Зонд 3; অর্থ: জোন্ড ৩) হলো চন্দ্র অনুসন্ধানের জন্য ১৯৬৫ সালে মহাশূণ্যে প্রেরণ করা একটি সোভিয়েত মহাকাশযান। এই অভিযানটিকে সোভিয়েত জোন্ড কর্মসূচির অংশ হিসাবে আন্তঃগ্রহ মহাকাশ অভিযান হিসেবে চিহ্নিত করা হয় এবং এটি চন্দ্রে অন্বেষণের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। এটি চন্দ্রকে তার দূর-প্রান্ত দিয়ে পার্শ্ব-অতিক্রম করার জন্য প্রেরিত হয়।[৪]
জোন্ড ৩-কে একটি মোলনিয়া এসএল-৬/এ-২-ই বাহক রকেটের ওপর বসিয়ে বাইকোনুর কসমোড্রোমের সাইট ৩১/৬ থেকে উৎক্ষেপণ করা হয়। মহাকাশযানটিকে ১৯৬৫ সালের ১৮ জুলাই তারিখের ১৪:৩৮:০০ ইউটিসিতে উৎক্ষেপণ করা হয়।
জোন্ড ৩ মহাকাশযানটি আল্ট্রাভায়োলেট স্পেকট্রোমিটার, রেডিয়েশন সেনসর, ইনফ্রারেড স্পেকট্রোমিটার, চার্জ পার্টিকেল ডিটেকটর, ম্যাগনেটোমিটার, মাইক্রোমেটেরোয়েড ডিটেকটর যন্ত্র বহন করছিলো।[২]
টেমপ্লেট:Moon
টেমপ্লেট:Orbital launches in 1965