প্লট নং ১১/৩বি, সেক্টর ১৫, পূর্ব নেরুল, নেরুল, ভারত
স্থাপত্য তথ্য
ধারণক্ষমতা
২০০০~
জামে মসজিদ নেরুল বা নেরুল আলমি মারকাজ (উর্দু: نیرول جامع مسجد/ نیرول عالمی مرکز) ভারতেরমহারাষ্ট্রের নতুন মুম্বইয়ের নেরুলে অবস্থিত একটি মসজিদ। এটি নেরুলের প্রাচীনতম, বৃহত্তম মসজিদ এবং নতুন মুম্বইয়ের অন্যতম প্রধান মসজিদ। এটি তাবলিগী জামায়াতের শূরা পরিষদের সদর দফতর হিসাবে ব্যবহৃত হয়। এই মসজিদটি আহমদ লাট, ইব্রাহীম দেওলা, এবং ডাঃ খালিদ সিদ্দিকী কর্তৃক পরিচালিত।[১]
মুহাম্মদ সাদ কান্ধলভিতাবলিগী জামাতের একমাত্র আমির[ক] বলে দাবি করলে ২০১৫ সালে তাবলিগী জামাতের নেতৃত্ব দুটি দলে বিভক্ত হয়ে যায়। যার একটি নিজামউদ্দিন মারকাজ মসজিদে সাদ কান্ধলভীর নেতৃত্বাধীন এবং অন্যটি শুরা পরিষদের নেতৃত্বাধীন, যা মহারাষ্ট্রের নেরুলে অবস্থিত।[২]
নির্মাণ
এই মসজিদটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং সম্প্রতি[কখন?] একটি তিন তলা সম্পন্ন হয়। নামাজের প্রধান কক্ষের ভেতরে কোন স্তম্ভ নেই এবং ২০০০~ মানুষকে দৈনন্দিন নামাজের জন্য এবং ঈদের নামাজে ৫০০০~ লোকের থাকার আছে।[তথ্যসূত্র প্রয়োজন]
অন্যান্য
মসজিদটি 'মসজিদ-ই-তাবলীগ' নামেও পরিচিত এবং ভারতে তাবলীগ জামাতের শুরা দলের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়।[৩]
মাদ্রাসা ফয়জুল উলুম
মসজিদে একটি মাদ্রাসাও রয়েছে যা 'হিদায়াত-উল ইসলাম ট্রাস্ট' দ্বারা পরিচালিত হয়।