জনি ইংলিশ (কিছু দেশে "লিটল ব্রাদার অফ জেমস বন্ড) হলো ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত গোয়েন্দা-হাস্যরস চলচ্চিত্র। যেটি পরিচালনা করেছেন পিটার হয়িট এবং রচনা করেছেন নিল পুরভিস, রবার্ট ওয়েড এবং উইলিয়াম ডেভিস। এটি ব্রিটিশ-ফ্রেঞ্চ যৌথ প্রযোজনায় নির্মিত যেটি স্টুডিওক্যানাল প্রযোজনা করেছে এবং ইউনিভার্সাল পিকচার্স এর পরিবেশক।
এটি জনি ইংলিশ ফ্রাঞ্চাইজির প্রথম চলচ্চিত্র। এটি মূলত গোয়েন্দা প্রধান চলচ্চিত্র, বিশেষ করে জেমস বন্ড চলচ্চিত্র গুলোর একটি প্যারোডি স্বরুপ ছিল। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন রোয়ান অ্যাটকিনসন।
তথ্যসূত্র
বহিঃসংযোগ