ক্লাস পন্টুস আর্নল্ডসন (সুইডীয়: Klas Pontus Arnoldson; ২৭ অক্টোবর ১৮৪৪ – ২০ ফেব্রুয়ারি ১৯১৬) একজন সুয়েডীয় সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ ও শান্তিবাদী ছিলেন। তিনি ফ্রেডরিক বায়েজের সাথে একত্রে ১৯০৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি সুয়েডীয় শান্তি ও সালিশি সমিতি-র প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।[১] এছাড়া তিনি ১৮৮২ থেকে ১৮৮৭ সাল পর্যন্ত সুইডেনের আইনসভার ২য় কক্ষের সংসদ সদস্য ছিলেন।
আর্নল্ডসন নরওয়ে ও সুইডেন উভয় দেশেই শান্তিপূর্ণ মিটমাটের পক্ষে জনমত সৃষ্টির জন্য প্রচেষ্টা চালান। তিনি বেশ কিছু মতামতমূলক রচনা লেখেন যাদের মধ্যে বিশ্ব শান্তি কি সম্ভব?, গবেষণার আলোকে ধর্ম, শতাব্দীর আশা, ইত্যাদি উল্লেখযোগ্য।[২]