ক্রেসিডা ইউরেনাসের উপগ্রহগুলির পোর্শিয়া গোষ্ঠীর অন্তর্গত। এই গোষ্ঠীর অন্তর্গত অন্যান্য উপগ্রহগুলি হল বিয়াংকা, ডেসডিমোনা, জুলিয়েট, পোর্শিয়া, রোজালিন্ড, কিউপিড, বেলিন্ডা ও পার্ডিটা।[৮] এই উপগ্রহগুলির কক্ষপথ ও আলোকমিতি-সংক্রান্ত বৈশিষ্ট্যগুলি একই ধরনের।[৮] এটির কক্ষপথের ব্যাসার্ধ ৪১ কিলোমিটার[৪] এবং জ্যামিতিক অ্যালবেডো ০.০৮।[৮] এটুকু ছাড়া এই উপগ্রহটির সম্পর্কে কার্যত আর কিছুই জানা যায় না।[৩]
ভয়েজার ২ কর্তৃক গৃহীত আলোকচিত্রগুলিতে ক্রেসিডাকে একটি লম্বাটে বস্তুর ন্যায় দেখায়, যার পরাক্ষ ইউরেনাসের দিকে মুখ করে রয়েছে। বিয়াংকার ঊর্ধ্বধ লম্বিত উপগোলকের কক্ষগুলির অনুপাত ০.৮ ± ০.৩।[৪] এটির পৃষ্ঠভাগ ধূসর রঙের।[৪]
ক্রেসিডার কক্ষপথ ইউরেনাসের ইটা (η) বলয়ের মধ্যে ৩:২ অনুরণনের কাছাকাছি। বলয়টির আকৃতিতে বিশৃংখলা সম্ভবত ক্রেসিডার ভর পরিমাপের একটি পন্থা। এটির ভর ২.৫±০.৪×১০১৭ কিলোগ্রাম। ক্রেসিডা হল ইউরেনাসের একমাত্র ক্ষুদ্রাকার উপগ্রহ যেটির ভর সরাসরি পরিমাপ করা গিয়েছে।[৭]
পরবর্তী ১০ কোটি বছরে ক্রেসিডার সঙ্গে ডেসডিমোনার সংঘর্ষ ঘটতে পারে।[১১]
↑ কখ
Williams, Dr. David R. (২৩ নভেম্বর ২০০৭)। "Uranian Satellite Fact Sheet"। NASA (National Space Science Data Center)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০০৮।