জাতীয় মহাসড়ক ৫১৭ |
---|
|
|
|
সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত |
দৈর্ঘ্য | ৮.২১ কিমি[১] (৫.১০ মা) |
---|
|
দক্ষিণ প্রান্ত: | এন৫ (মর্ডান মোড়) |
---|
প্রধান সংযোগস্থল | এন৫০৬ (পার্কের মোড়) |
---|
উত্তর প্রান্ত: | এন৫ (মেডিকেল মোড়) |
---|
|
---|
|
|
|
এন৫১৭ (জাতীয় মহাসড়ক) হল বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। এটি এন৫ এর একটি সংযোগ সড়ক।
রাস্তার বিবরণ
এন৫১৭ রংপুর শহরের প্রবেশদ্বার মর্ডান মোড়ে এন৫ এর একটি সংযোগস্থল থেকে শুরু হয়েছে।[২] এরপর রাস্তাটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিকট পার্কের মোড় নামক স্থানে এন৫০৬ এর সাথে একটি সংযোগ তৈরি করেছে। রাস্তাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বরাবর উত্তর দিকে এগিয়ে গেছে। তারপর রাস্তাটি কিছুটা বাক নিয়ে উত্তর -পশ্চিমে এগিয়ে যায় এবং কারমাইকেল কলেজ গেটের সামনে পুনরায় উত্তর দিকে বাক নিয়ে পার্বতীপুর-কাউনিয়া রেললাইনকে অতিক্রম করে। রাস্তাটি সোজা উত্তর দিকে এগিয়ে স্টেশনরোডকে ছেদ করে শহরের মাঝ বরাবর এগিয়ে গিয়ে শহরের প্রাণকেন্দ্রে গঙ্গছড়া সড়কের সাথে সংযোগস্থাপন করে আবার উত্তর-পশ্চিম দিকে মেডিকেল মোড়ে গিয়ে এন-৫ মহাসড়কে শেষ হয়েছে।
প্রধান সংযোগস্থলসমূহ
সম্পূর্ণ রাস্তাটি রংপুর সিটি কর্পোরেশন এ অবস্থিত।
অবস্থান |
মাইল |
কি.মি. |
গন্তব্য |
টীকা
|
রংপুর |
০.০০ |
০.০০ |
এন৫ (মর্ডান মোড়) |
|
|
|
|
এন৫০৬ (পার্কের মোড়) |
|
রংপুর |
|
৮.২১ |
এন৫ (মেডিকেল মোড়) |
|
তথ্যসূত্র
বহিঃসংযোগ
|
---|
গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক | |
---|
অন্যান্য জাতীয় মহাসড়ক | |
---|
আঞ্চলিক মহাসড়ক | |
---|
জেলা সড়ক | |
---|