এন৮০৩ (বাংলাদেশ)

জাতীয় মহাসড়ক ৮০৩ shield}}
জাতীয় মহাসড়ক ৮০৩
মুজিব সড়ক
মানচিত্র
ফরিদপুর জেলার মুজিব সড়ক.jpg
ফরিদপুর জেলা পুলিশ সুপার-এর কার্যালয়ের সামনে
পথের তথ্য
দৈর্ঘ্য৬.১৩০ কিমি[] (৩.৮০৯ মা)
প্রধান সংযোগস্থল
পশ্চিম প্রান্ত: এন৮০৪ (ভাঙ্গা রাস্তার মোড়)
পূর্ব প্রান্ত:ফরিদপুর সিএন্ডবি ঘাট
মহাসড়ক ব্যবস্থা
এন৮০২ এন৮০৪

এন৮০৩ (বাংলাদেশ) ফরিদপুরে অবস্থিত বাংলাদেশের একটি জাতীয় মহাসড়ক। এই মহাসড়কটি মুজিব সড়ক নামে পরিচিত। এই মহাসড়কের মোট দৈর্ঘ্য ৬.১৩০ কিলোমিটার (৩.৮০৯ মাইল)।[]

এই মহাসড়কটির প্রায় ৪.৫ কিলোমিটার (২.৮ মাইল) ফরিদপুর শহরের মধ্যে পড়েছে। শহরের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠান এই মহাসড়কের পাশে অবস্থিত। এগুলো হলো-

  1. সারদা সুন্দরী উচ্চ বিদ্যালয় (১৯৭৬)
  2. আলিপুর গোরস্থান
  3. ফরিদপুর পৌর সুপার মার্কেট
  4. ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (১৯১০)
  5. ফরিদপুর জেনারেল হাসপাতাল (১৯১৭)
  6. ফরিদপুর জেলা কারাগার (১৮২৫)
  7. ফরিদপুর প্রধান ডাকঘর
  8. ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়
  9. ফরিদপুর জেলা পুলিশ সুপার-এর কার্যালয়
  10. ফরিদপুর সার্কিট হাউজ
  11. ফরিদপুর জিলা স্কুল
  12. ফরিদপুর পুলিশ লাইনস
    1. পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ
    2. সহকারি পুলিশ সুপারের কার্যালয়
  13. ব্যাপ্টিস্ট চার্চ ফরিদপুর
  14. ফরিদপুর জেলা সশস্ত্র বাহিনী বোর্ড
  15. টেপাখোলা গরুর হাট
  16. সরকারি ইয়াছিন কলেজ
  17. ফরিদপুর সমাজসেবা অধিদপ্তর

তথ্যসূত্র

  1. "RHD Total Road List_22-07-2020.pdf" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১১ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!