উনিশ ২০চরকি পরিবেশিত ২০২৩ সালের বাংলা ভাষার বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র।[১] পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এই চলচ্চিত্রের মাধ্যমে আরিফিন শুভ ও আফসানা আরা বিন্দু ১৩ বছর পর জুটি বেঁধেছে এবং আফসানা আরা বিন্দু প্রায় ৮ বছর পর পর্দায় ফিরছেন।[২]রেদওয়ান রনি প্রযোজনা, চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলাম ও সম্পাদনা করেছেন সিমিত রায় অন্তর। তন্ময় সূর্য নির্বাহী প্রযোজক ছিলেন।
২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছিল ‘উনিশ ২০’-এর ট্রেলার। এর আগে সিনেমাটির টিজার প্রকাশ করা হয়। ১৩ই ফেব্রুয়ারি রাত ৮ টায় ওটিটি প্লাটফর্ম চরকিতে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হয়।[৫]