নীল মুকুট |
---|
|
পরিচালক | কামার আহমাদ সাইমন |
---|
প্রযোজক | সারা আফরীন |
---|
রচয়িতা | কামার আহমাদ সাইমন |
---|
চিত্রগ্রাহক | কামার আহমাদ সাইমন |
---|
সম্পাদক | সৈকত শেখরেশ্বর |
---|
পরিবেশক | চরকি |
---|
মুক্তি |
- ৮ আগস্ট ২০২১ (2021-08-08) (চরকি)
|
---|
স্থিতিকাল | ১০০ মিনিট |
---|
দেশ | বাংলাদেশ |
---|
ভাষা | বাংলা |
---|
নীল মুকুট কামার আহমাদ সাইমন পরিচালিত ২০২১ সালের বাংলাদেশী প্রামাণ্য-নাট্য চলচ্চিত্র। এটি যৌথ প্রযোজনা করেছে জাপানের এন এইচ কে, কোরিয়ার কে বি এস, তাইওয়ানের পি টি এস এবং সিঙ্গাপুরের মিডিয়াকর্প। চলচ্চিত্রটি ২০২১ সালের ৮ই আগস্ট ওভার-দ্য-টপ প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায়।[১]
নির্মাণ
নীল মুকুট নির্মাতা কামার আহমাদ সাইমনের তৃতীয় চলচ্চিত্র। এর আগে তিনি শুনতে কি পাও! এবং একটি সুতার জবানবন্দি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।[২]
চলচ্চিত্রটির ৬৫% অংশের শুটিং হয় ক্যারিবীয় দেশ হাইতিতে। হাইতিতে যাওয়ার জন্য নিউ ইয়র্ক যেতে হয়। নির্মাতা সাইমন ও প্রযোজক সারা আফরীনের মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেও বাকি কলাকুশলীদের ভিসার জন্য টানা দুই বছর অপেক্ষা করতে হয়। এরপরও তাদের ভিসা না পাওয়ায় সাইমন নিজেই ক্যামেরায় দৃশ্যধারণ, আলোক সম্পাত ও সেট তৈরির কাজ করেছেন এবং সারা শব্দ গ্রহণের দায়িত্ব পালন করেছেন।[৩]
২০২০ সালের ১৬ই জানুয়ারি চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র লাভ করে।[৪] একই বছর ফেব্রুয়ারি মাসে চলচ্চিত্রটির পোস্টার প্রকাশিত হয়।[৫]
মুক্তি
২০২১ সালের ৮ই আগস্ট চলচ্চিত্রটির নির্মাতা কামার আহমাদ সাইমনের জন্মদিনে[৬] এটি ওভার-দ্য-টপ প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায়।[৭] এর পূর্বে ২০২০ সালের ২৭শে মার্চ চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়,[৮] কিন্তু কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে তারিখ পিছিয়ে দিতে হয়।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
|
---|
চলচ্চিত্র | |
---|
ধারাবাহিক | |
---|
স্বল্পদৈর্ঘ্য |
- অতিথি (২০২১)
- স্কুটি (২০২২)
- হ্যাপি বার্থডে (২০২২)
- শেষ চিঠি (২০২২)
- তনয়া (২০২২)
- আড়াল (২০২২)
|
---|