উকাশ তেওদোর্চেক

উকাশ তেওদোর্চেক
দিনামো কিয়েভ ক্লাবের জার্সি গায়ে তেওদোর্চেক
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম উকাশ তেওদোর্চেক
জন্ম (1991-06-03) ৩ জুন ১৯৯১ (বয়স ৩৩)
জন্ম স্থান জুরোমিন, পোল্যান্ড
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আন্দারলেখট
জার্সি নম্বর ১০
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৮–২০০৯ উক্রা জুরোমিন
২০১০–২০১২ পলোনিয়া ওয়ারশ ৩০ (৮)
২০১৩–২০১৪ লেখ পোজনান ৫০ (২৪)
২০১৪–২০১৭ ডায়নামো কিভ ২৪ (১০)
২০১৬–২০১৭আন্দারলেখট (ধার) ২৮ (২০)
২০১৭– আন্দারলেখট ৪৩ (১৭)
জাতীয় দল
২০১০ পোল্যান্ড অনূর্ধ্ব-২০ (২)
২০১১–২০১২ পোল্যান্ড অনূর্ধ্ব-২১ (২)
২০১৩– পোল্যান্ড ১৫ (৪)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২০ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

উকাশ তেওদোর্চেক (পোলীয় উচ্চারণ: [ˈwukaʂ tɛɔˈdɔrt͡ʂɨk] (জন্ম: ৩ জুন ১৯৯১) একজন পেশাদার ফুটবলার, যিনি বেলজীয় ক্লাব আরএসসি আন্দারলেখট এবং পোল্যান্ড জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ সালের ৪ঠা জুন, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত পোল্যান্ডের ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[]

সম্মাননা

ক্লাব

লেখ পোজনান
ডায়নামো কিভ
আন্দারলেখট

ব্যক্তিগত

তথ্যসূত্র

  1. "Poland World Cup 2018 squad and team guide"। telegraph.co.uk। ৪ জুন ২০১৮। 
  2. Casert, Raf (১৮ মে ২০১৭)। "Anderlecht wins record 34th league title"The Tribune। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. https://nationaldailyng.com/onyekuru-scores-20-league-goals-in-belgium-eye-top-scorer-award/

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!