ইসোবেল মেরি হেলেন সেসেলিয়া জয়েস (ইংরেজি: Isobel Joyce; জন্ম: ২৫ জুলাই, ১৯৮৩) উইকলো এলাকায় জন্মগ্রহণকারী বিশিষ্ট ও সাবেক আইরিশ প্রমিলা ক্রিকেটার। আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকা পালনসহ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ডানহাতি ব্যাটসম্যান ও বামহাতি মিডিয়াম পেস বোলার ইসোবেল জয়েস দলের সদস্যরূপে এ পর্যন্ত এক টেস্ট ও ৬৭ একদিনের আন্তর্জাতিকে অংশ নিয়েছেন।[১]
আন্তর্জাতিক ক্রিকেট
জুন, ১৯৯৯ সালে মিল্টন কেনেসে সফরকারী ভারতের বিপক্ষে জয়েসের ওডিআই অভিষেক ঘটে।[২] পরের মাসেই মহিলাদের ইউরোপীয় চ্যাম্পিয়নশীপে অংশ নেন।[৩] ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে চারটি ওডিআই খেলেন।[৪] একই দলের বিপক্ষে টেস্ট খেলায়ও অংশ নেন তিনি যা অদ্যাবধি আয়ারল্যান্ডের একমাত্র টেস্ট হিসেবে বিবেচিত।[৫][৬] বছরের শেষদিকে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত মহিলাদের বিশ্বকাপে খেলেন।