আর. ডি. বনশল |
---|
জন্ম | ১৯২৩ খ্রিঃ
|
---|
মৃত্যু | ১১ ডিসেম্বর, ২০১০ (৮৭ বছর)
|
---|
পেশা | চলচ্চিত্র প্রযোজক |
---|
উল্লেখযোগ্য কর্ম | চারুলতা, নায়ক[১] |
---|
পুরস্কার | রাষ্ট্রপতি স্বর্ণ পুরস্কার, গোল্ডেন হুগো পুরস্কার |
---|
আর. ডি. বনশল (১৯২৩ - ২০১০) ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক।[২] তিনি মূলত বাংলা চলচ্চিত্র প্রযোজনার জন্য পরিচিত। সত্যজিৎ রায় পরিচালিত জয় বাবা ফেলুনাথ, চারুলতা, নায়ক ও অজয় কর পরিচালিত সাত পাকে বাঁধা ইত্যাদি ব্যবসা সফল তথা জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী চলচ্চিত্রের তিনি প্রযোজনাকারী ছিলেন। এছাড়াও তিনি পরিচালক সুধীর মুখোপাধ্যায় মৃণাল সেন, তপন সিংহ ও অন্যান্যদের সাথে কাজ করেছেন।
জন্ম ও প্রাথমিক জীবন
আর. ডি. বনশল ১৯২৩ খ্রিষ্টাব্দে ভারতের আগ্রায় (তৎকালী, ব্রিটিশ ভারত) জন্মগ্রহণ করেন।
চলচ্চিত্র
মৃত্যু
আর.ডি বনশল ১১ই ডিসেম্বর, ২০১০-এ কলকাতায় মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
ইন্টারনেট মুভি ডেটাবেজে D. Bansal/ আর. ডি. বনশল (ইংরেজি)