আব্দুল হামিদ বাঙালি আইনজীবী, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ যিনি মিনিস্টার আব্দুল হামিদ নামে পরিচিত ছিলেন। তিনি ব্রিটিশ ভারতের আসাম ব্যবস্থাপক সভার সদস্য-সভাপতি ও শিক্ষা মন্ত্রী ছিলেন। ১৯৪৭ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি মৃত্যুবরণ করেছেন।[১][২][৩]
প্রাথমিক ও পারিবারিক জীবন
আব্দুল হামিদ সিলেটের পাঠানটুলায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আব্দুল কাদের ছিলেন মৌলভী আব্দুল করীমের ভাই। তাঁর বোন হাফিজা বানু ছিলেন আইনজীবি আবু আহমদ আব্দুল হাফিজ সাহেবের মা এবং বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেন ও জাতীয় অধ্যাপক শাহলা খাঁতুনের দাদী।[১][৪]
রাজনৈতিক জীবন
আব্দুল হামিদ ১৯২৪ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের আসাম ব্যবস্থাপক সভার সদস্য-সভাপতি ও শিক্ষা মন্ত্রী ছিলেন।[২][৩][৫][৬] ১৯৪৭ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী ছিলেন।[১]
সিলেটের পাঠানটুলায় 'মিনিস্টার আব্দুল হামিদ রোড' নামে তার নামে একটি রাস্থা ও মাছিমপুরে আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি স্কুল আছে।[৭]
তথ্যসূত্র