আইয়ন (দেবতা)

আইয়ন
অনন্ত সময়, চিরন্তন সত্য ও রাশিচক্রের দেবতা
গ্রিক আদ্যকালীন দেব- গোষ্ঠীর সদস্য
একটি সবুজ ও একটি নিরাভরণ গাছের (গ্রীষ্ম ও শীত) মাঝে রাশিচক্রের চিহ্নখচিত একটি মহাজাগতিক গোলকের মধ্যে কালের দেবতা আইয়ন। সম্মুখে চার সন্তান (চার ঋতুর ব্যক্তিরূপ) সহ ধরিত্রীমাতা টেলাস (রোমান গেয়া)।
অন্যান্য নামফেনিজ
পূর্বসূরিকেয়স
আবাসমহাজাগতিক গোলকের বাইরে
প্রতীকচক্রবলয়, চাকা, ওউরোবরোস, অন্যান্য কুণ্ডলায়িত সাপ
অঞ্চলঅর্ফিবাস
জাতিগত গোষ্ঠীধ্রুপদি ভূমধ্যসাগরীয়
উৎসব৬ জানুয়ারি
সন্তানসন্ততিহরি, ঋতু
গ্রিক সমকক্ষফেনিস, ক্রোনস
রোমান সমকক্ষএটার্নিটাস, অ্যানা পেরিনা, জেনাস, স্যাটার্ন
ইট্রুরিআ সমকক্ষকালস্যানস
হিন্দুধর্মে সমকক্ষবরুণ

আইয়ন (ইংরেজি বানানে: Aion; গ্রিক: Αἰών) হলেন এক হেলেনীয় দেবতা। তিনি সময়, ওব (মহাবিশ্বকে বেষ্টনকারী চক্র) ও রাশিচক্রের সঙ্গে যুক্ত।

আইয়ন যে "সময়"-এর প্রতীক, তা অন্তহীন, অনাবদ্ধ, আচারগত ও চক্রাকার: ভষিষ্যৎ হল অতীতের প্রত্যাবর্তনকারী রূপ, যাকে পরে বলা হয়েছে ইভাম (বৈদিক সংস্কৃত "ঋতু" দেখুন)। এই ধরনের সময় প্রায়োগিক, রৈখিক, প্রগতিশীল ও ঐতিহাসিক সময়ের (ক্রোনস যার প্রতীক, এবং যে সময় অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে পৃথক করে) সম্পূর্ণ বিপরীত।[](p274)

আইয়ন হলেন আবর্তনশীল যুগসমূহ, বার্ষিক চক্ররাশিচক্রের প্রতীক। ধ্রুপদি যুগের পরবর্তী অংশে তিনি পরকাল-কেন্দ্রিক রহস্যবাদী ধর্মগুলির (যেমন সাইবিলি, ডায়োনিসীয় রহস্যবাদ, অর্ফিক ধর্মমিথ্রাইক রহস্যবাদ) সঙ্গে যুক্ত হয়ে পড়েন। লাতিনে এই দেবতাটির ধারণা সম্ভবত এসেছে ইটার্নিটাস, অ্যানা পেরেনা বা সেক্যুলাম-এর আকারে।[](p274) তাঁর সঙ্গে সচরাচর এক পৃথিবী বা মাতৃকা দেবীকে (যেমন টেরা বা সিবিলি) দেখা যায় (প্যারাবিয়াগো ফলজে যেমন দেখা যায়)।[](p274)

তথ্যসূত্র

  1. Levi, Doro (১৯৪৪)। "Aion"। Hesperia13 (4): 274, 306–308 ff। 

আরও পড়ুন

বহিঃসংযোগ

  • "entries naming Aion"archive.todaySuda On Line। Archived from the original on ৫ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২ 
  • "Images of the Aion mosaic at Munich Glyptothek"pbase.com 
  • Images of Aion। Iconographic Database (photos)। London, UK: Warburg Institute। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৩ 

টেমপ্লেট:Ancient Greek religion

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!