গ্রিক সামুদ্রিক দেবতাগণ

গ্রিক পুরাণে বিশাল সংখ্যক সামুদ্রিক দেবতাদের দেখা যায়।

গ্রিক সামুদ্রিক দেবতাদের প্রকারভেদ

আদি শক্তিসমূহ

ইলিয়াডে অনুযায়ী সকল গ্রিক সামুদ্রিক দেবতাদের পিতা ও মাতা য্থাক্রমে টাইটান ওসিয়ানাসটেথিস

পোসাইডন এবং বীরগণ

পোসাইডন ছিলেন প্রধান অলিম্পিয়ানদের একজন এবং গ্রিক সামুদ্রিক দেবতাদের মধ্যে প্রধান।

বৃদ্ধসমূহ ও জলপরীসমূহ

নেরেউস, প্রোতিয়াস, গ্লকাসফোর্কিস — এরা হল সাগরের বৃদ্ধ দেবতাসমূহ। এছাড়া সাগরে অনেক জলপরী (Nymph) রয়েছে।

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!