অ্যাপোলো ১৩

অ্যাপোলো ১৩
অভিযানের প্রতীক
অভিযানের পরিসংখ্যান[]
অভিযানের নামঅ্যাপোলো ১৩
নভোযানের নামCSM: Odyssey
LM: Aquarius
পরিচালনা মডিউলCM-109
Mass ১২,৩৬৫ পাউন্ড (৫,৬০৯ কেজি)
সার্ভিস মডিউলSM-109
Mass ৫১,১০৫ পাউন্ড (২৩,১৮১ কেজি)
লুনার মডিউলLM-7
Mass ৩৩,৪৯৩ পাউন্ড (১৫,১৯২ কেজি)
ক্রুর আকার3
কল সাইনApollo 13
উৎহ্মেপণ যানSaturn V SA-508
উৎহ্মেপণ প্যাডLC 39A
Kennedy Space Center
Florida, USA
উৎহ্মেপণ তারিখApril 11, 1970
19:13:00 UTC
চন্দ্রে অবতরণPlanned for Fra Mauro. Aborted after an explosion onboard.
চান্দ্র কক্ষ পরিভ্রমণ0
অবতরণApril 17, 1970
18:07:41 UTC
South Pacific Ocean
২১°৩৮′২৪″ দক্ষিণ ১৬৫°২১′৪২″ পশ্চিম / ২১.৬৪০০০° দক্ষিণ ১৬৫.৩৬১৬৭° পশ্চিম / -21.64000; -165.36167 (Apollo 13 splashdown)
অভিযানের সময়কাল5 d 22 h 54 m 41 s
ক্রুদের ছবি
Left to right: Lovell, Swigert, Haise
সম্পর্কিত অভিযান
পূর্ববর্তী অভিযান পরবর্তী অভিযান
অ্যাপোলো ১৪

অ্যাপোলো ১৩ চাঁদের ভূত্বকে অবতরণের উদ্দেশ্যে প্রেরিত তৃতীয় মনুষ্যবাহী মহাকাশ অভিযান। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা পরিচালিত অ্যাপোলো প্রোগ্রামের একটি অংশ। অভিযানের ক্রু ছিলেন কমান্ডার জেমস লভেল, পরিচালনা মডিউলের পাইলট জ্যাক সুইগার্ট ও চান্দ্র মডিউলের পাইলট ফ্রেড হেইজ। ১৯৭০ সালের ১১ই এপ্রিল এই নভোযানকে পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয়। যাত্রা শুরুর দুই দিন পর অর্থাৎ ১৩ই এপ্রিল অ্যাপোলোর অক্সিজেন ট্যাংকে একটি ফুটো হয়ে যাওয়ায় বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে সার্ভিস মডিউল বিপুল ক্ষতিগ্রস্ত হয় এবং অক্সিজেন ও বিদ্যুৎশক্তি সরবরাহে ভয়াবহ বিঘ্ন দেখা দেয়। ক্রূরা তখন চান্দ্র মডিউলটিকে মহাকাশে একটি লাইফবোট হিসেবে ব্যবহার করে। পরিচালনা মডিউল তখনও সক্রিয় ছিল, কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশে পুনঃপ্রবেশের মত ক্ষমতা ধরে রাখার খাতিরে সেই মডিউলটিও নিষ্ক্রিয় করে দেয়া হয়। শক্তি, কেবিনের তাপমাত্রা এবং বহনযোগ্য জল সংক্রান্ত প্রচুর সমস্যা সত্ত্বেও ক্রূরা অবশেষে পৃথিবীতে ফিরে আসতে সক্ষম হয়েছিল। এজন্যই এই অভিযানটিকে "সফল ব্যর্থতা" হিসেবে আখ্যায়িত করা হয়।

তথ্যসূত্র

  1. Richard W. Orloff। "Apollo by the Numbers: A Statistical Reference (SP-4029)"। NASA। সংগ্রহের তারিখ ২০১২-০৪-১৫ 

বহিঃসংযোগ


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!