অংশুমান (সংস্কৃত: अम्शुमान) হল একজন বৈদিক দেবতা এবং আদিত্যদের একজন।[১][২] তিনি কশ্যপ ও অদিতির সন্তান।[১][২]
অংশুমান বায়ুতে বসবাস করেন। আষাঢ় মাসে সূর্য অশুমানের রূপ ধারণ করে। অংশুমানের রশ্মির (সেই মাসে সূর্যের শক্তি) সংখ্যা ১৫ বলে বলা হয়।[৩] শীত ঋতুতে অশুমান রথে আসে।[৩]
তথ্যসূত্র