২০২২–২৩ রুয়ান্ডা পুরুষ ক্রিকেট দলের তানজানিয়া সফর |
---|
|
|
|
---|
|
তানজানিয়া |
রুয়ান্ডা |
---|
তারিখ |
৩১ অক্টোবর ২০২২ – ৬ নভেম্বর ২০২২ |
---|
অধিনায়ক |
অভীক পাটওয়া |
ক্লিন্টন রুবাগুমিয়া |
---|
|
ফলাফল |
৫ ম্যাচের সিরিজে তানজানিয়া ৫–০ ব্যবধানে জয়ী |
---|
সর্বাধিক রান |
ইভান ইসমাইল (১১৭) |
ওর্চিদে তুয়িসেংগে (৯৯) |
---|
সর্বাধিক উইকেট |
ইয়ালিন্দে ন্কানিয়া (৯) |
কেভিন ইরাকোজে (৭) |
---|
সিরিজ সেরা খেলোয়াড় |
অ্যালি কিমোতে (তানজানিয়া) |
---|
রুয়ান্ডা পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের অক্টোবর ও নভেম্বর মাসে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য তানজানিয়া সফর করে।[১][২] সিরিজটি উভয় দলের জন্য ২০২২–২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৩] টি২০আই সিরিজের পাশাপাশি উভয় দল একটি অনানুষ্ঠানিক একদিনের ম্যাচেও অংশ নেয়।[৪]
সিরিজে তানজানিয়া ৫–০ ব্যবধানে জয়ী হয়।
দলীয় সদস্য
তানজানিয়া[৫]
|
রুয়ান্ডা[৬]
|
- অভীক পাটওয়া (অধি.)
- কাসেম নাস্সোরো (সহ-অধি)
- অখিল অনিল
- অমল রাজীবন (উই.)
- অ্যালি কিমোতে
- আবদুররহমান হোসেন
- আবদুল্লাহ জাবিরি (উই.)
- ইভান ইসমাইল
- ইয়ালিন্দে ন্কানিয়া
- জনসন নিয়াম্বো
- জিতিন সিং
- মোহাম্মদ ইউনুস ইসা
- মোহাম্মদ ওমরি কিতুন্দা (উই.)
- যতীনকুমার দর্জি
- রিজিকি কিসেতো
- সঞ্জয়কুমার ঠাকুর
- সালুম জুম্বে
- হরশিদ চৌহান
|
- ক্লিন্টন রুবাগুমিয়া (অধি.)
- অস্কার মানিশিমোয়ে (উই.)
- আইমে মুচোদুসেংগে (উই.)
- ইনিয়াস ন্তিরেংগানিয়া
- ইভান মিতালি
- উইলসন নিয়িতাংগা
- এমানুয়েল সেবারেমে
- এরিক কুবুইমানা
- এরিক দুসিংগিজিমানা
- ওর্চিদে তুয়িসেংগে
- কেভিন ইরাকোজে
- জঁ বাপতিস্ত হাকিজিমানা
- জ্যাপি বিমেন্য়িমানা
- দিদিয়ের ন্দিকুবুইমানা (উই.)
- মার্টিন আকাইয়েজু
|
টি২০আই সিরিজ
১ম টি২০আই
|
ব
|
|
অ্যালি কিমোতে ৩২ (২১) কেভিন ইরাকোজে ৩/১৫ (৪ ওভার)
|
|
ওর্চিদে তুয়িসেংগে ২২ (১৮) অখিল অনিল ৩/১৫ (৪ ওভার)
|
- রুয়ান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- অস্কার মানিশিমোয়ে, ইনিয়াস ন্তিরেংগানিয়া, এরিক কুবুইমানা ও জঁ বাপতিস্ত হাকিজিমানা (রুয়ান্ডা)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
|
ব
|
|
ইভান ইসমাইল ৩৩ (২৩) এমানুয়েল সেবারেমে ২/২২ (৪ ওভার)
|
|
ক্লিন্টন রুবাগুমিয়া ২৮ (৩৩) ইয়ালিন্দে ন্কানিয়া ৩/৯ (৪ ওভার)
|
- তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- আবদুল্লাহ জাবিরি (তানজানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
৩য় টি২০আই
|
ব
|
|
সঞ্জয়কুমার ঠাকুর ৪২ (১৬) মার্টিন আকাইয়েজু ৩/৪৪ (৪ ওভার)
|
|
এমানুয়েল সেবারেমে ৩২* (২৮) সালুম জুম্বে ২/১১ (৩ ওভার)
|
- তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
৪র্থ টি২০আই
|
ব
|
|
উইলসন নিয়িতাংগা ১৮ (১৭) ইয়ালিন্দে ন্কানিয়া ৩/১১ (২.৩ ওভার)
|
|
অভীক পাটওয়া ২৮ (২৯) ক্লিন্টন রুবাগুমিয়া ৩/১৪ (৪ ওভার)
|
- রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
৫ম টি২০আই
|
ব
|
|
ওর্চিদে তুয়িসেংগে ৪২ (৫২) সঞ্জয়কুমার ঠাকুর ৩/১০ (৪ ওভার)
|
|
|
- রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- আইমে মুচোদুসেংগে (রুয়ান্ডা)-এর টি২০আই অভিষেক হয়।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
|
---|
|
সেপ্টেম্বর ২০২২ | |
---|
অক্টোবর ২০২২ | |
---|
নভেম্বর ২০২২ | |
---|
ডিসেম্বর ২০২২ | |
---|
জানুয়ারি ২০২৩ | |
---|
ফেব্রুয়ারি ২০২৩ | |
---|
মার্চ ২০২৩ | |
---|
এপ্রিল ২০২৩ | |
---|
চলমান প্রতিযোগিতা | |
---|
|