২০২২–২৩ জিব্রাল্টার পুরুষ ক্রিকেট দলের পর্তুগাল সফর |
---|
|
|
|
---|
|
পর্তুগাল |
জিব্রাল্টার |
---|
তারিখ |
১০ এপ্রিল ২০২৩ – ১১ এপ্রিল ২০২৩ |
---|
অধিনায়ক |
নাজাম শাহজাদ |
বালাজি অবিনাশ পাই |
---|
|
ফলাফল |
৩ ম্যাচের সিরিজে পর্তুগাল ৩–০ ব্যবধানে জয়ী |
---|
সর্বাধিক রান |
শার্ন গোমেস (১৩১) |
ফিলিপ রেইকস (১৩৭) |
---|
সর্বাধিক উইকেট |
সিরাজউল্লাহ খাদেম (৪) |
ইয়ান ল্যাটিন (৬) |
---|
জিব্রাল্টার পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের এপ্রিল মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য পর্তুগাল সফর করে।[১] সিরিজের ম্যাচসমূহ গুশেরি এলাকার সাঁতারাঁয় ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[২] সিরিজে পর্তুগাল ৩–০ ব্যবধানে জয়ী হয়।[৩]
দলীয় সদস্য
পর্তুগাল
|
জিব্রাল্টার[৪]
|
- নাজাম শাহজাদ (অধি.)
- অমনদীপ সিং
- অ্যান্থনি চেম্বারস (উই.)
- আজহার আনদানি
- আমির জাইব
- কুলদীপ গোলিয়া (উই.)
- জুনায়েদ খান
- জোহাইব সারওয়ার
- ফ্রঁসোয়াজ স্তোমান (উই.)
- মিগেল মাশাদো (উই.)
- শার্ন গোমেস
- সিরাজউল্লাহ খাদেম
- সুমন ঘিমিরে
- সৈয়দ মাইসাম আলি
|
- বালাজি অবিনাশ পাই (অধি.)
- অ্যান্ড্রু রেয়েস
- অ্যালেক্স সইয়ার
- ইয়ান ল্যাটিন
- কবির মিরপুরি
- কেইরন স্ট্যাগনো (উই.)
- কেনরয় নেস্টর
- জুলিয়ান ফ্রেয়োন
- জেমস ফিৎসজেরাল্ড
- জ্যাক হরকস
- জ্যাকারি সিম্পসন
- ফিলিপ রেইকস
- লুই ব্রুস
- সমর্থ বোধা
|
টি২০আই সিরিজ
১ম টি২০আই
|
ব
|
|
কুলদীপ গোলিয়া ৬৭ (৩৪) ইয়ান ল্যাটিন ২/২৩ (৪ ওভার)
|
|
|
পর্তুগাল ১২৪ রানে জয়ী সাঁতারাঁয় ক্রিকেট মাঠ, গুশেরি আম্পায়ার: নাইম আখতার (পর্তুগাল) ও রিচার্ড কানিংহাম (জিব্রাল্টার) ম্যাচ সেরা খেলোয়াড়: কুলদীপ গোলিয়া (পর্তুগাল)
|
- পর্তুগাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- মিগেল মাশাদো (পর্তুগাল), কবির মিরপুরি ও জ্যাক হরকস (জিব্রাল্টার)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
|
ব
|
|
ফিলিপ রেইকস ৬১ (৪৬) অমনদীপ সিং ১/২১ (২ ওভার)
|
|
শার্ন গোমেস ৮২* (৪৯) কবির মিরপুরি ২/২৬ (৪ ওভার)
|
পর্তুগাল ৫ উইকেটে জয়ী সাঁতারাঁয় ক্রিকেট মাঠ, গুশেরি আম্পায়ার: নাইম আখতার (পর্তুগাল) ও রিচার্ড কানিংহাম (জিব্রাল্টার) ম্যাচ সেরা খেলোয়াড়: শার্ন গোমেস (পর্তুগাল)
|
- জিব্রাল্টার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় টি২০আই
|
ব
|
|
ফিলিপ রেইকস ৭৪* (৫৯) জুনায়েদ খান ২/২৬ (৪ ওভার)
|
|
আজহার আনদানি ৭০* (৫২) ইয়ান ল্যাটিন ২/১২ (৩ ওভার)
|
পর্তুগাল ৫ উইকেটে জয়ী সাঁতারাঁয় ক্রিকেট মাঠ, গুশেরি আম্পায়ার: নাইম আখতার (পর্তুগাল) ও রিচার্ড কানিংহাম (জিব্রাল্টার) ম্যাচ সেরা খেলোয়াড়: আজহার আনদানি (পর্তুগাল)
|
- জিব্রাল্টার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- সুমন ঘিমিরে (পর্তুগাল)-এর টি২০আই অভিষেক হয়।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
|
---|
|
সেপ্টেম্বর ২০২২ | |
---|
অক্টোবর ২০২২ | |
---|
নভেম্বর ২০২২ | |
---|
ডিসেম্বর ২০২২ | |
---|
জানুয়ারি ২০২৩ | |
---|
ফেব্রুয়ারি ২০২৩ | |
---|
মার্চ ২০২৩ | |
---|
এপ্রিল ২০২৩ | |
---|
চলমান প্রতিযোগিতা | |
---|
|