২০২২ বুলগেরিয়া পুরুষ ক্রিকেট দলের সার্বিয়া সফর |
---|
|
|
|
---|
|
সার্বিয়া |
বুলগেরিয়া |
---|
তারিখ |
৮ জুলাই ২০২২ – ৯ জুলাই ২০২২ |
---|
অধিনায়ক |
রবিন ভাইটাস |
প্রকাশ মিশ্র |
---|
|
ফলাফল |
৩ ম্যাচের সিরিজে সার্বিয়া ২–১ ব্যবধানে জয়ী |
---|
সর্বাধিক রান |
সিমো ইভেতিচ (১৪৯) |
ওমর রসুল (১৬০) |
---|
সর্বাধিক উইকেট |
অ্যালিস্টার গায়িচ (৭) |
হ্রিস্তো লাকোভ (৪) |
---|
বুলগেরিয়া পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জুলাই মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য সার্বিয়া সফর করে।[১] সিরিজের ম্যাচগুলো বেলগ্রেডের নিকটবর্তী পাদিনস্কা স্কেলা এলাকার লিসিচ্য়ি ইয়ারাক ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[২] এ সিরিজের আগে ২০২২ সফিয়া টোয়েন্টি২০ সিরিজের অংশ হিসেবে সার্বিয়া দল বুলগেরিয়া সফর করে, যে সিরিজটিতে বুলগেরিয়া ৪–০ ব্যবধানে জয়ী হয়।[১] সিরিজটি উভয় দলের জন্য ২০২২–২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্বের উপআঞ্চলিক টুর্নামেন্টসমূহের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৩][৪] সিরিজে সার্বিয়া ২–১ ব্যবধানে জয়ী হয়।[৫]
দলীয় সদস্য
সার্বিয়া
|
বুলগেরিয়া
|
- রবিন ভাইটাস (অধি.)
- অ্যালিস্টার গায়িচ
- আয়ো মেনে-এজেগি
- আলেকজান্ডার দিজিয়া
- উইন্টলি বার্টন (উই.)
- নিকোলাস জনস-উইকবার্গ
- নেমানিয়া জিমোন্য়িচ
- বোগদান দুগিচ
- ভুকাশিন জিমোন্য়িচ
- মাতিয়া শারেনাৎস
- মার্ক পাভলোভিচ
- মুস্তাফিজুর রহমান আপন
- ম্যাথিউ কোস্তিচ
- রহমান আদেমি
- লেসলি ডানবার (উই.)
- শচীন শিন্দে
- সিমো ইভেতিচ
- স্তেফান নেরানজিচ
- স্লোবোদান তোশিচ
|
- প্রকাশ মিশ্র (অধি.)
- আসাদ আলি রহমতউল্লাহ
- আহসান খান
- ইভায়লো কাতজারস্কি
- ইশান অরবিন্দ দে সিলভা
- ওমর রসুল (উই.)
- কার্তিক পিল্লাই
- কেভিন দ্'সুজা
- জেকব অ্যালবিন (উই.)
- ডেলরিক ভারগিজ
- তরুণ যাদব
- দিমো নিকোলোভ
- ফাইয়াজ মোহাম্মদ
- বখতিয়ার তাহিরি
- ভাসিল হ্রিস্তোভ (উই.)
- মুকুল কাদিয়ান
- সন্দীপ নায়ার
- সায়েম হোসেন (উই.)
- সুলায়মান আলি
- হ্রিস্তো লাকোভ
|
টি২০আই সিরিজ
১ম টি২০আই
|
ব
|
|
প্রকাশ মিশ্র ৫৫ (৩২) অ্যালিস্টার গায়িচ ৩/২৬ (৩ ওভার)
|
|
সিমো ইভেতিচ ৬৫* (৫৭) প্রকাশ মিশ্র ১/১৮ (৪ ওভার)
|
সার্বিয়া ৭ উইকেটে জয়ী লিসিচ্য়ি ইয়ারাক ক্রিকেট মাঠ, পাদিনস্কা স্কেলা আম্পায়ার: ইভান দিমিত্রোভ (বুলগেরিয়া) ও দ্রাগান জোকিচ (সার্বিয়া) ম্যাচ সেরা খেলোয়াড়: আয়ো মেনে-এজেগি (সার্বিয়া)
|
- সার্বিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- অ্যালিস্টার গায়িচ, মার্ক পাভলোভিচ, সিমো ইভেতিচ (সার্বিয়া) ও তরুণ যাদব (বুলগেরিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
|
ব
|
|
ওমর রসুল ৬১ (৪০) অ্যালিস্টার গায়িচ ৪/১২ (৪ ওভার)
|
|
সিমো ইভেতিচ ৬১* (৪৪) প্রকাশ মিশ্র ১/২৪ (৪ ওভার)
|
সার্বিয়া ৮ উইকেটে জয়ী লিসিচ্য়ি ইয়ারাক ক্রিকেট মাঠ, পাদিনস্কা স্কেলা আম্পায়ার: ইভান দিমিত্রোভ (বুলগেরিয়া) ও দ্রাগান জোকিচ (সার্বিয়া) ম্যাচ সেরা খেলোয়াড়: উইন্টলি বার্টন (সার্বিয়া)
|
- সার্বিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় টি২০আই
|
ব
|
|
ওমর রসুল ৯৯* (৫৬) মাতিয়া শারেনাৎস ১/১৭ (৩ ওভার)
|
|
সিমো ইভেতিচ ২৩ (১১) হ্রিস্তো লাকোভ ৩/২১ (৪ ওভার)
|
বুলগেরিয়া ৯৫ রানে জয়ী লিসিচ্য়ি ইয়ারাক ক্রিকেট মাঠ, পাদিনস্কা স্কেলা আম্পায়ার: ইভান দিমিত্রোভ (বুলগেরিয়া) ও দ্রাগান জোকিচ (সার্বিয়া) ম্যাচ সেরা খেলোয়াড়: ওমর রসুল (বুলগেরিয়া)
|
- সার্বিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- শচীন শিন্দে (সার্বিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
|
---|
|
মে ২০২২ | |
---|
জুন ২০২২ | |
---|
জুলাই ২০২২ | |
---|
আগস্ট ২০২২ | |
---|
চলমান প্রতিযোগিতা | |
---|
|