২০২২ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর

২০২২ অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
 
  শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া
তারিখ ৭ জুন ২০২২ – ১২ জুলাই ২০২২
অধিনায়ক দিমুথ করুণারত্নে (টেস্ট)
দাসুন শানাকা (ওডিআই ও টি২০আই)
প্যাট কামিনস (টেস্ট)
অ্যারন ফিঞ্চ (ওডিআই ও টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র
সর্বাধিক রান দিনেশ চান্দিমাল (২১৯) স্টিভেন স্মিথ (১৫১)
সর্বাধিক উইকেট প্রভাত জয়াসুরিয়া (১২) নাথান লায়ন (১১)
সিরিজ সেরা খেলোয়াড় দিনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ৩–২ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান কুশল মেন্ডিস (২৪৯) গ্লেন ম্যাক্সওয়েল (১৬০)
সর্বাধিক উইকেট দুনিথ ভেল্লালাগে (৯) প্যাট কামিনস (৮)
সিরিজ সেরা খেলোয়াড় কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান চরিত আশালংকা (১০৩) ডেভিড ওয়ার্নার (১৩০)
সর্বাধিক উইকেট ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা (৫) জশ হ্যাজলউড (৬)
সিরিজ সেরা খেলোয়াড় অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জুন ও জুলাই মাসে দুটি টেস্ট, পাঁচটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে।[][] টেস্ট সিরিজটি ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[][] ২০২২ সালের মার্চ মাসে উভয় ক্রিকেট বোর্ড সফরের সূচি নিশ্চিত করে।[] সিরিজ চলাকালে অস্ট্রেলিয়া এ ক্রিকেট দলশ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে দুটি লিস্ট এ ও দুটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে।[][][]

টি২০আই সিরিজে অস্ট্রেলিয়া ২–১ ব্যবধানে জয়ী হয়।[] ওডিআই সিরিজে শ্রীলঙ্কা ৩–২ ব্যবধানে জয়লাভ করে।[১০][১১] টেস্ট সিরিজটি ১–১ ব্যবধানে ড্র হয়।[১২]

দলীয় সদস্য

 শ্রীলঙ্কা  অস্ট্রেলিয়া
টেস্ট[১৩] ওডিআই[১৪][১৫] টি২০আই[১৬] টেস্ট[১৭] ওডিআই[১৮] টি২০আই[১৯]

শ্রীলঙ্কার টি২০আই দলে জেফরি ভ্যান্ডারসেনিরোশন দিকভেল্লাকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[২০] আঙুলে চিড় ধরায় প্রথম টি২০আই ম্যাচের আগে শন অ্যাবট অস্ট্রেলিয়ার টি২০আই দল থেকে ছিটকে যান।[২১][২২] প্রথম টি২০আই ম্যাচ খেলার সময় হাতে চোট পাওয়ায় মিচেল স্টার্ক টি২০আই সিরিজের বাকি ম্যাচগুলো ও ওডিআই সিরিজের ম্যাচগুলো খেলতে অসমর্থ বলে গণ্য হন।[২৩] তাঁর বদলি হিসেবে অস্ট্রেলিয়ার ওডিআই দলে ঝাই রিচার্ডসনকে যোগ করা হয়।[২৪] চোটের কারণে মিচেল মার্শও অস্ট্রেলিয়ার ওডিআই দল থেকে ছিটকে যান, যে কারণে কেন রিচার্ডসনকে দলে যোগ করা হয়।[২৫] শেষ টি২০আই ম্যাচের আগে কসুন রজিতামতীশ পতিরণ চোট পাওয়ায় তাঁদের বদলি হিসেবে অসিতা ফার্নান্দো ও প্রমোদ মদুশনকে শ্রীলঙ্কার টি২০আই দলে যোগ করা হয়।[২৬] প্রথম ওডিআই ম্যাচে চোট পেয়ে মার্কাস স্টইনিস সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে যান।[২৭] তাঁর বদলি হিসেবে ট্র্যাভিস হেড ও ম্যাথিউ কুনেমানকে অস্ট্রেলিয়ার ওডিআই দলে যোগ করা হয়।[২৮] পঞ্চম ওডিআই ম্যাচের আগে ট্র্যাভিস হেড চোট পাওয়ায় গ্লেন ম্যাক্সওয়েলকে অস্ট্রেলিয়ার টেস্ট দলে যুক্ত করা হয়।[২৯] শ্রীলঙ্কার টেস্ট দলে দুনিথ ভেল্লালাগে ও লক্ষিত মনসিংহকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[৩০] দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দলে অ্যাশটন অ্যাগারের পরিবর্তে জন হল্যান্ডকে যুক্ত করা হয়।[৩১] কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ায় দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে শ্রীলঙ্কা দল থেকে ছিটকে যান প্রবীণ জয়বিক্রমা[৩২] দ্বিতীয় টেস্টের জন্য শ্রীলঙ্কার মূল দলে দুনিথ ভেল্লালাগে, প্রভাত জয়সূর্য, মহেশ তীক্ষণ ও লক্ষিত মনসিংহকে যুক্ত করা হয়।[৩৩][৩৪] দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরুর আগের দিন দেহে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় অসিতা ফার্নান্দো, জেফরি ভ্যান্ডারসে ও ধনঞ্জয় দে সিলভাও শ্রীলঙ্কা দল থেকে ছিটকে যান।[৩৫]

টি২০আই সিরিজ

১ম টি২০আই

৭ জুন ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১২৮ (১৯.৩ ওভার)
 অস্ট্রেলিয়া
১৩৪/০ (১৪ ওভার)
চরিত আশালংকা ৩৮ (৩৪)
জশ হ্যাজলউড ৪/১৬ (৪ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় টি২০আই

৮ জুন ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১২৪/৯ (২০ ওভার)
 অস্ট্রেলিয়া
১২৬/৭ (১৭.৫ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

১১ জুন ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
১৭৬/৫ (২০ ওভার)
 শ্রীলঙ্কা
১৭৭/৬ (১৯.৫ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ

১ম ওডিআই

১৪ জুন ২০২২
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
৩০০/৭ (৫০ ওভার)
 অস্ট্রেলিয়া
২৮২/৮ (৪২.৩ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার লক্ষ্য ৪৪ ওভারে ২৮২ নির্ধারণ করা হয়।
  • দুনিথ ভেল্লালাগে (শ্রীলঙ্কা)-এর ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই

১৬ জুন ২০২২
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২২০/৯ (৪৭.৪ ওভার)
 অস্ট্রেলিয়া
১৮৯ (৩৭.১ ওভার)
কুশল মেন্ডিস ৩৬ (৪১)
প্যাট কামিনস ৪/৩৫ (৮.৪ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ৪৭.৪ ওভারে ও দ্বিতীয় ইনিংসে ৪৩ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার লক্ষ্য ৪৩ ওভারে ২১৬ নির্ধারণ করা হয়।
  • ম্যাথিউ কুনেমান (অস্ট্রেলিয়া)-এর ওডিআই অভিষেক হয়।

৩য় ওডিআই

১৯ জুন ২০২২
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
২৯১/৬ (৫০ ওভার)
 শ্রীলঙ্কা
২৯২/৪ (৪৮.৩ ওভার)
পাথুম নিশঙ্কা ১৩৭ (১৪৭)
ঝাই রিচার্ডসন ২/৩৯ (৯ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • পাথুম নিশঙ্কা (শ্রীলঙ্কা) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[৩৬]

৪র্থ ওডিআই

২১ জুন ২০২২
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২৫৮ (৪৯ ওভার)
 অস্ট্রেলিয়া
২৫৪ (৫০ ওভার)
চরিত আশালংকা ১১০ (১০৬)
মিচেল মার্শ ২/২৯ (৭ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • চরিত আশালংকা (শ্রীলঙ্কা) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[৩৭]

৫ম ওডিআই

২৪ জুন ২০২২
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১৬০ (৪৩.১ ওভার)
 অস্ট্রেলিয়া
১৬৪/৬ (৩৯.৩ ওভার)

টেস্ট সিরিজ

১ম টেস্ট

২৯ জুন–৩ জুলাই ২০২২
স্কোরকার্ড
২১২ (৫৯ ওভার)
নিরোশন দিকভেল্লা ৫৮ (৫৯)
নাথান লায়ন ৫/৯০ (২৫ ওভার)
৩২১ (৭০.৫ ওভার)
ক্যামেরন গ্রিন ৭৭ (১০৯)
রমেশ মেন্ডিস ৪/১১২ (৩২ ওভার)
১১৩ (২২.৫ ওভার)
দিমুথ করুণারত্নে ২৩ (২০)
ট্র্যাভিস হেড ৪/১০ (২.৫ ওভার)
১০/০ (০.৪ ওভার)
ডেভিড ওয়ার্নার ১০* (৪)

২য় টেস্ট

৮–১২ জুলাই ২০২২
স্কোরকার্ড
৩৬৪ (১১০ ওভার)
স্টিভেন স্মিথ ১৪৫* (২৭২)
প্রভাত জয়াসুরিয়া ৬/১১৮ (৩৬ ওভার)
৫৫৪ (১৮১ ওভার)
দিনেশ চান্দিমাল ২০৬* (৩২৬)
মিচেল স্টার্ক ৪/৮৯ (২৯ ওভার)
১৫১ (৪১ ওভার)
মার্নাস লাবাসকাখনি ৩২ (৫৯)
প্রভাত জয়াসুরিয়া ৬/৫৯ (১৬ ওভার)

তথ্যসূত্র

  1. "Details confirmed for Australia's tour of Sri Lanka"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২ 
  2. "Schedule for Australia Tour of Sri Lanka announced"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২ 
  3. "Australia tour of Sri Lanka 2022"শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২ 
  4. "Men's Future Tours Programme" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯ 
  5. "Australia to tour Sri Lanka for all-format series after six-year gap"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২ 
  6. "Australia stick to winning formula with Test squad for Sri Lanka tour"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২ 
  7. "Marcus Harris dropped from Australia Test squad as full Sri Lanka touring party is confirmed"দ্য ক্রিকেটার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২ 
  8. "Fixtures announced for Australia 'A' tour of Sri Lanka"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ মে ২০২২ 
  9. "Shanaka's 25-ball 54* scripts stunning victory for Sri Lanka"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২২ 
  10. "Hazlewood, Carey secure consolation win for Australia"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২ 
  11. "Carey, bowlers earn Australia consolation victory"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২২ 
  12. "Jayasuriya's 12-wicket haul, Chandimal's 206* give Sri Lanka series-levelling win"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২২ 
  13. "Jeffrey Vandersay named in Sri Lanka Test squad for Australia series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২২ 
  14. "Rajapaksa recalled to ODI squad for Australia series"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২২ 
  15. "Gunathilaka, Rajapaksa, Dickwella back in Sri Lanka's ODI squad for Australia series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২২ 
  16. "Sri Lanka T20I squad for the Australia series"শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২ 
  17. "Harris misses Test squad, white-ball at full strength"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২২ 
  18. "Pat Cummins rested for Sri Lanka T20Is; big guns return for white-ball leg"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২২ 
  19. "Australia name squads for Sri Lanka tour"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২২ 
  20. "Sri Lanka call up Matheesha Pathirana, Nuwanidu Fernando for T20I series against Australia"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২ 
  21. "Sean Abbott out of Sri Lanka tour with fractured finger"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২২ 
  22. "Injured Abbott out, changes made to Aussie touring party"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২২ 
  23. "Starc to miss start of ODIs, Richardson added to squad"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২২ 
  24. "Starc to miss third T20I against Sri Lanka with finger injury, in doubt for ODIs"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২২ 
  25. "Mitchell Marsh ruled out of final Sri Lanka T20I, unlikely for ODI series too"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২২ 
  26. "Rajitha and Pathirana ruled out from 3rd T20I due to injuries"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২২ 
  27. "Stoinis ruled out of SL ODIs; Head, Kuhnemann called up"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২২ 
  28. "Stoinis' tour over as Kuhnemann joins ODI squad"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২২ 
  29. "Glenn Maxwell added to Australia Test squad after Travis Head joins injury list"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২২ 
  30. "Sri Lanka Test squad for Australia series"শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২২ 
  31. "Ashton Agar ruled out of second Test, Jon Holland added to squad"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২২ 
  32. "Praveen Jayawickrama ruled out of second Test with Australia due to Covid"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২ 
  33. "Maheesh Theekshana and Dunith Wellalage called into Sri Lanka Test squad"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২২ 
  34. "Prabath Jayasuriya added to Test squad"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২২ 
  35. "Dhananjaya, Asitha and Vandersay join Sri Lanka's Covid-19 list"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২২ 
  36. "Pathum Nissanka's brilliant maiden ODI hundred secures big chase"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২২ 
  37. "Asalanka's 110 betters Warner's 99 as Sri Lanka clinch series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২২ 
  38. "Angelo Mathews out of Galle Test due to Covid-19"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২২ 
  39. "Sri Lanka build solid reply after Jayasuriya's six-wicket haul leads fightback"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২২ 
  40. "Pathum Nissanka out of second test with Covid"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২২ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!