২০২১–২২ নেপাল টি২০আই ত্রিদেশীয় সিরিজ

২০২১–২২ নেপাল টি২০আই ত্রিদেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের মার্চ ও এপ্রিল মাসে নেপালে অনুষ্ঠিত হয়।[] টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করে স্বাগতিক নেপাল, পাপুয়া নিউ গিনিমালয়েশিয়া[] টুর্নামেন্টের ম্যাচগুলো কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে খেলা হয়।[]

ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে নেপাল ও পাপুয়া নিউ গিনি নিজেদের মধ্যে দুটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলে।[] ২০২২ সালের ১২ মার্চ নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএএন) সিরিজের সূচি নিশ্চিত করে।[]

ওডিআই সিরিজে পাপুয়া নিউ গিনি ২–০ ব্যবধানে জয়ী হয়।[] ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয় নেপাল।[] নেপালের দীপেন্দ্র সিং আইরি প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন।[]

দ্বিপাক্ষিক সিরিজ

২০২১–২২ পাপুয়া নিউ গিনি পুরুষ ক্রিকেট দলের নেপাল সফর
 
  নেপাল পাপুয়া নিউ গিনি
তারিখ ২৫ মার্চ ২০২২ – ২৬ মার্চ ২০২২
অধিনায়ক সন্দীপ লামিছানে আসাদুল্লাহ ভালা
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে পাপুয়া নিউ গিনি ২–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান রোহিত কুমার পৌডেল (১৬১) চার্লস আমিনি (১১২)
সর্বাধিক উইকেট সোমপাল কামি (৫) নরম্যান ভানুয়া (৫)
সিরিজ সেরা খেলোয়াড় চার্লস আমিনি (পাপুয়া নিউ গিনি)

দলীয় সদস্য

   নেপাল[]  পাপুয়া নিউগিনি[]

ওডিআই সিরিজ

১ম ওডিআই

২৫ মার্চ ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
২৯২/৮ (৫০ ওভার)
   নেপাল
২৮৬/৮ (৫০ ওভার)

২য় ওডিআই

২৬ মার্চ ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
নেপাল   
২৭৮/৮ (৫০ ওভার)
 পাপুয়া নিউগিনি
২৮৩/৭ (৪৮.৪ ওভার)
দীপেন্দ্র সিং আইরি ১০৫ (১৪০)
আলেই নাও ৩/৪৮ (৯ ওভার)
লেগা সিয়াকা ৯০ (১০২)
সোমপাল কামি ৩/৩৮ (৯ ওভার)
পাপুয়া নিউ গিনি ৩ উইকেটে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: বিনয় কুমার ঝা (নেপাল) ও রবীন্দ্র বিমলসিরি (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: লেগা সিয়াকা (পাপুয়া নিউ গিনি)
  • নেপাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • দীপেন্দ্র সিং আইরি (নেপাল) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[১১]

ত্রিদেশীয় সিরিজ

২০২১–২২ নেপাল ত্রিদেশীয় সিরিজ
তারিখ২৮ মার্চ ২০২২ – ৪ এপ্রিল ২০২২
স্থাননেপাল
ফলাফল   নেপাল টুর্নামেন্টে জয়ী
সিরিজ সেরা খেলোয়াড়নেপাল দীপেন্দ্র সিং আইরি
দলসমূহ
   নেপাল  পাপুয়া নিউগিনি  মালয়েশিয়া
অধিনায়কবৃন্দ
সন্দীপ লামিছানে আসাদুল্লাহ ভালা আহমেদ ফাইজ
সর্বাধিক রান
দীপেন্দ্র সিং আইরি (২৫৫) টনি উরা (১৯০) আহমেদ ফাইজ (১৭৬)
সর্বাধিক উইকেট
করণ খত্রী ক্ষেত্রী (১৩) কাবুয়া ভাগি মোরেয়া (৮) পবনদীপ সিং (৬)

দলীয় সদস্য

   নেপাল[]  পাপুয়া নিউগিনি[]  মালয়েশিয়া[১২]
  • আহমেদ ফাইজ (অধি.)
  • আইনুল হাফিজ (উই.)
  • আম্মার জুহদি হাজালান (উই.)
  • জুবাইদি জুলকিফলি
  • নজরুল আবদুর রহমান
  • পবনদীপ সিং
  • বিজয় সুরেশ
  • বিরনদীপ সিং (উই.)
  • মুহাম্মদ আমির আজিম
  • মুহাম্মদ ওয়াফিক
  • মোহাম্মদ শাহাদাত
  • শাজরুল ইজ্জত ইদ্রিস
  • শারভিন মুনিয়ান্দি
  • সৈয়দ আজিজ (উই.)

২০২২ সালের ২৮ মার্চ রোহিত কুমার পৌডেলকে নেপাল দলে যোগ করা হয়।[১৩]

রাউন্ড-রবিন

পয়েন্ট তালিকা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
   নেপাল +২.৫৩০
 পাপুয়া নিউগিনি −০.৪৬৭
 মালয়েশিয়া −২.০৯৪

  ফাইনালে উত্তীর্ণ

সূচি

২৮ মার্চ ২০২২
১২:৩০
স্কোরকার্ড
নেপাল   
১৮৩/৯ (২০ ওভার)
 পাপুয়া নিউগিনি
১৬৮ (১৯.২ ওভার)
আসিফ শেখ ৪৩ (৩৫)
চাদ সোপার ২/২৪ (৪ ওভার)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৯ মার্চ ২০২২
১২:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
১৮০/৩ (২০ ওভার)
 পাপুয়া নিউগিনি
১৭২ (১৯.৩ ওভার)
বিরনদীপ সিং ৫৯* (৫২)
নরম্যান ভানুয়া ২/৩১ (৪ ওভার)
টনি উরা ৫৬ (৩৫)
শারভিন মুনিয়ান্দি ৪/৩২ (৩.৩ ওভার)
মালয়েশিয়া ৮ রানে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: দুর্গা সুবেদি (নেপাল) ও বিনয় কুমার ঝা (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: শারভিন মুনিয়ান্দি (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আম্মার জুহদি হাজালান ও বিজয় সুরেশ (মালয়েশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৩০ মার্চ ২০২২
১২:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
১১৪/৮ (২০ ওভার)
   নেপাল
১১৭/৪ (১৩.৪ ওভার)
জুবাইদি জুলকিফলি ৩২ (১৫)
করণ খত্রী ক্ষেত্রী ২/১৬ (৩ ওভার)
আসিফ শেখ ৫৭ (৩৮)
পবনদীপ সিং ২/২৩ (৩ ওভার)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • দিলীপ নাথ (নেপাল)-এর টি২০আই অভিষেক হয়।

৩১ মার্চ ২০২২
১২:৩০
স্কোরকার্ড
নেপাল   
২০৩/৭ (২০ ওভার)
 পাপুয়া নিউগিনি
১৬৬ (১৯.৪ ওভার)
দীপেন্দ্র সিং আইরি ৬৬ (৩৩)
কাবুয়া ভাগি মোরেয়া ৩/২৯ (৪ ওভার)
চার্লস আমিনি ৬২ (৪৭)
করণ খত্রী ক্ষেত্রী ৫/২১ (৩.৪ ওভার)
নেপাল ৩৭ রানে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: বিনয় কুমার ঝা (নেপাল) ও বুদ্ধি প্রধান (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: করণ খত্রী ক্ষেত্রী (নেপাল)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আদিল আনসারি (নেপাল)-এর টি২০আই অভিষেক হয়।
  • করণ খত্রী ক্ষেত্রী প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।
  • করণ খত্রী ক্ষেত্রী প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।

১ এপ্রিল ২০২২
১২:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
১৯৬/৬ (২০ ওভার)
 পাপুয়া নিউগিনি
১৯৯/২ (১৭.৫ ওভার)
সৈয়দ আজিজ ৬৪ (৩৫)
কাবুয়া ভাগি মোরেয়া ৪/২৯ (৩ ওভার)
টনি উরা ৮৬* (৩৪)
মুহাম্মদ ওয়াফিক ১/৩৪ (৪ ওভার)
শাজরুল ইজ্জত ইদ্রিস ১/৩৪ (৪ ওভার)
পাপুয়া নিউ গিনি ৮ উইকেটে জয়ী
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুর
আম্পায়ার: দুর্গা সুবেদি (নেপাল) ও বিনয় কুমার ঝা (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: টনি উরা (পাপুয়া নিউ গিনি)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সেমো কামেয়া (পাপুয়া নিউ গিনি)-এর টি২০আই অভিষেক হয়।

২ এপ্রিল ২০২২
১২:৩০
স্কোরকার্ড
নেপাল   
২২৩/৪ (২০ ওভার)
 মালয়েশিয়া
১৩৮ (১৯.৫ ওভার)
দীপেন্দ্র সিং আইরি ১১০* (৫৭)
পবনদীপ সিং ১/৩৪ (৪ ওভার)
বিরনদীপ সিং ৪৭ (২৬)
সন্দীপ লামিছানে ৩/১৯ (৪ ওভার)
  • মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • দীপেন্দ্র সিং আইরি (নেপাল) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।

ফাইনাল

৪ এপ্রিল ২০২২
১২:৩০
স্কোরকার্ড
নেপাল   
১৬৮/৬ (২০ ওভার)
 পাপুয়া নিউগিনি
১১৮ (১৬.১ ওভার)
দীপেন্দ্র সিং আইরি ৫৪* (৩৮)
সেমো কামেয়া ৩/২৮ (৪ ওভার)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

  1. "Nepal to organize T20I tri-series in late March"হাম্রো খেলকুদ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২২ 
  2. "CAN announces preliminary squad"দ্য হিমালয়ান টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২ 
  3. @CricketNep (৬ মার্চ ২০২২)। "Nepal is scheduled to play two One-day Internationals against PNG in Nepal on March 25 & 26, 2022" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  4. @CricketNep (১২ মার্চ ২০২২)। "Tournament Fixture - ODI & T20I Series" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  5. "PNG clean sweep Nepal as Dipendra ton goes in vain"ক্রিকেটিংনেপাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২ 
  6. "Nepal clinches the Tri-nation T20 International title defeating PNG by 50 runs"খবরহাব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২২ 
  7. "Nepal thump PNG to claim Tri-Nation T20I series"দ্য কাঠমান্ডু পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২২ 
  8. @CricketNep। "Nepal Squad" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  9. "PNG Cricket announce men's squads for tours of UAE and Nepal"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২২ 
  10. "Paudel maiden ton in vain as PNG clinch series opener against Nepal"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২ 
  11. "With Dipendra's first century, Nepal sets a target of 279 runs against PNG"খবরহাব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২২ 
  12. "Malaysia raring to go - Nepal Tri Series 2022"মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২ 
  13. @CricketNep (২৮ মার্চ ২০২২)। "Rohit Paudel has been added into the T20I squad for the upcoming T20I Tri-Series" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!