২০২১–২২ নেপাল টি২০আই ত্রিদেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের মার্চ ও এপ্রিল মাসে নেপালে অনুষ্ঠিত হয়।[ ১] টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করে স্বাগতিক নেপাল , পাপুয়া নিউ গিনি ও মালয়েশিয়া ।[ ২] টুর্নামেন্টের ম্যাচগুলো কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে খেলা হয়।[ ১]
ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে নেপাল ও পাপুয়া নিউ গিনি নিজেদের মধ্যে দুটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলে।[ ৩] ২০২২ সালের ১২ মার্চ নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএএন) সিরিজের সূচি নিশ্চিত করে।[ ৪]
ওডিআই সিরিজে পাপুয়া নিউ গিনি ২–০ ব্যবধানে জয়ী হয়।[ ৫] ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয় নেপাল।[ ৬] নেপালের দীপেন্দ্র সিং আইরি প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন।[ ৭]
দ্বিপাক্ষিক সিরিজ
দলীয় সদস্য
ওডিআই সিরিজ
১ম ওডিআই
২য় ওডিআই
নেপাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
দীপেন্দ্র সিং আইরি (নেপাল) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[ ১১]
ত্রিদেশীয় সিরিজ
২০২১–২২ নেপাল ত্রিদেশীয় সিরিজ তারিখ ২৮ মার্চ ২০২২ – ৪ এপ্রিল ২০২২ স্থান নেপাল ফলাফল নেপাল টুর্নামেন্টে জয়ীসিরিজ সেরা খেলোয়াড় দীপেন্দ্র সিং আইরি →
দলীয় সদস্য
নেপাল [ ৮]
পাপুয়া নিউগিনি [ ৯]
মালয়েশিয়া [ ১২]
আহমেদ ফাইজ (অধি. )
আইনুল হাফিজ (উই. )
আম্মার জুহদি হাজালান (উই. )
জুবাইদি জুলকিফলি
নজরুল আবদুর রহমান
পবনদীপ সিং
বিজয় সুরেশ
বিরনদীপ সিং (উই. )
মুহাম্মদ আমির আজিম
মুহাম্মদ ওয়াফিক
মোহাম্মদ শাহাদাত
শাজরুল ইজ্জত ইদ্রিস
শারভিন মুনিয়ান্দি
সৈয়দ আজিজ (উই. )
২০২২ সালের ২৮ মার্চ রোহিত কুমার পৌডেলকে নেপাল দলে যোগ করা হয়।[ ১৩]
রাউন্ড-রবিন
পয়েন্ট তালিকা
ফাইনালে উত্তীর্ণ
সূচি
ব
আসিফ শেখ ৪৩ (৩৫) চাদ সোপার ২/২৪ (৪ ওভার)
পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
টনি উরা ৫৬ (৩৫) শারভিন মুনিয়ান্দি ৪/৩২ (৩.৩ ওভার)
মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
আম্মার জুহদি হাজালান ও বিজয় সুরেশ (মালয়েশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব
জুবাইদি জুলকিফলি ৩২ (১৫) করণ খত্রী ক্ষেত্রী ২/১৬ (৩ ওভার)
আসিফ শেখ ৫৭ (৩৮) পবনদীপ সিং ২/২৩ (৩ ওভার)
মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
দিলীপ নাথ (নেপাল)-এর টি২০আই অভিষেক হয়।
পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
আদিল আনসারি (নেপাল)-এর টি২০আই অভিষেক হয়।
করণ খত্রী ক্ষেত্রী প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।
করণ খত্রী ক্ষেত্রী প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।
ব
সৈয়দ আজিজ ৬৪ (৩৫) কাবুয়া ভাগি মোরেয়া ৪/২৯ (৩ ওভার)
টনি উরা ৮৬* (৩৪) মুহাম্মদ ওয়াফিক ১/৩৪ (৪ ওভার) শাজরুল ইজ্জত ইদ্রিস ১/৩৪ (৪ ওভার)
পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
সেমো কামেয়া (পাপুয়া নিউ গিনি)-এর টি২০আই অভিষেক হয়।
মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
দীপেন্দ্র সিং আইরি (নেপাল) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।
ফাইনাল
পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
সেপ্টেম্বর ২০২১ অক্টোবর ২০২১ নভেম্বর ২০২১ ডিসেম্বর ২০২১ জানুয়ারি ২০২২ ফেব্রুয়ারি ২০২২ মার্চ ২০২২ এপ্রিল ২০২২ চলমান প্রতিযোগিতা