২০২১ ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ অংশগ্রহণ করে। এটি ২০২২ সালের ৯ থেকে ১৮ আগস্ট তুরস্কের কোনিয়াতে অনুষ্ঠিত হয়। শুরুতে ২০২১ সালের ২০ থেকে ২৯ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক-এর তারিখ কাছাকাছি সময়ে থাকায় আইএসএসএফ ইভেন্টটি পিছিয়ে ২০২১ সালের ১০ থেকে ১৯ সেপ্টেম্বর নেওয়ার কথা ঘোষণা করে। কিন্তু, অংশগ্রহণকারী দেশগুলোতে কোভিড-১৯ পরিস্থিতির অবনতির কারণে এ তারিখটিও বাতিল করা হয় এবং ২০২২-এর আগস্টে প্রতিযোগিতাটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ গেমসে বাংলাদেশের ৫৮ জন প্রতিযোগী অ্যাথলেটিক্স, কারাতে, কুস্তি, জিমন্যাস্টিক্স, টেবিল টেনিস, তীরন্দাজী, ফেনসিং, ভারোত্তোলন, শ্যুটিং, সাঁতার ও হ্যান্ডবল এই ১১টি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন।[১] উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করেন ফেনসিং খেলোয়াড় ফাতেমা মুজিব।[২]
পদক তালিকা
তীরন্দাজী
পুরুষ
- রিকার্ভ
- কম্পাউন্ড
মহিলা
- রিকার্ভ
- কম্পাউন্ড
হ্যান্ডবল
মহিলাদের প্রতিযোগিতা
- গ্রুপ এ
৭ আগস্ট ২০২২ ১৩:০০
|
বাংলাদেশ
|
১০–৫১
|
তুরস্ক
|
সেলজুকলু মিউনিসিপ্যালিটি ইন্টারন্যাশনাল স্পোর্টস হল
|
|
(৪–২৬)
|
|
|
|
|
৯ আগস্ট ২০২২ ১৩:০০
|
উজবেকিস্তান
|
৪২–২০
|
বাংলাদেশ
|
সেলজুকলু মিউনিসিপ্যালিটি ইন্টারন্যাশনাল স্পোর্টস হল
|
|
|
|
|
|
|
১১ আগস্ট ২০২২ ১১:০০
|
সেনেগাল
|
৪৫–২৫
|
বাংলাদেশ
|
সেলজুকলু মিউনিসিপ্যালিটি ইন্টারন্যাশনাল স্পোর্টস হল
|
|
|
|
|
|
|
- সপ্তম স্থান নির্ধারণী খেলা
অ্যাথলেটিক্স
- পুরুষ
- ট্র্যাক অ্যান্ড রোড ইভেন্ট
ক্রীড়াবিদ
|
ইভেন্ট
|
হিট
|
সেমিফাইনাল
|
ফাইনাল
|
সময়
|
র্যাংক
|
সময়
|
র্যাংক
|
সময়
|
র্যাংক
|
ইমরানুর রহমান
|
১০০ মিটার
|
১০.০১ জা.রে.
|
৪কো
|
১০.০৭
|
৪কো
|
১০.১৭
|
৬
|
- মহিলা
- ফিল্ড ইভেন্ট
ভারোত্তোলন
ক্রীড়াবিদ
|
ইভেন্ট
|
স্ন্যাচ
|
ক্লিন অ্যান্ড জার্ক
|
মোট
|
ফলাফল
|
ফল
|
র্যাংক
|
ফল
|
র্যাংক
|
স্মৃতি আক্তার[৩]
|
মহিলাদের -৫৫ কেজি
|
৭০ কেজি জা.রে.
|
৪র্থ
|
৮৬ কেজি জা.রে.
|
৪র্থ
|
১৫৬ কেজি জা.রে.
|
৪র্থ
|
মোছাঃ সোহায়বা রহমান রাফা[৪]
|
মহিলাদের +৮৭ কেজি
|
৬৪ কেজি
|
৮ম
|
৮৪ কেজি
|
৮ম
|
১৪৮ কেজি
|
৮ম
|
টেবিল টেনিস
- একক[৫][৬]
সাঁতার
ক্রীড়াবিদ
|
ইভেন্ট
|
হিট
|
সেমিফাইনাল
|
ফাইনাল
|
সময়
|
র্যাংক
|
সময়
|
র্যাংক
|
সময়
|
র্যাংক
|
মাহমুদুন্নবী নাহিদ
|
১০০ মি বাটারফ্লাই[৭]
|
৫৬.২০
|
১১ম
|
৫৬.৪৫
|
১৩তম
|
অগ্রসর হননি
|
৫০ মি বাটারফ্লাই
|
২৬.২২
|
১৬তম
|
২৬.২৪
|
১৪তম
|
অগ্রসর হননি
|
আসিফ রেজা
|
৫০ মি ফ্রিস্টাইল[৮]
|
২৪.৬১
|
২২তম
|
অগ্রসর হননি
|
১০০ মি ব্যাকস্ট্রোক
|
৫৪.২৭
|
১৮তম
|
অগ্রসর হননি
|
তথ্যসূত্র
বহিঃসংযোগ
|
---|
লুয়া ত্রুটি মডিউল:দলের_উপস্থিতির_� এর 37 নং লাইনে: প্যারামিটার interval অনুপস্থিত। |