ইংল্যান্ড ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে, যা জানুয়ারি ২০২১-এ অনুষ্ঠিত হয়। [১][২] মূলত, সফরটি ২০২০ সালের
মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে সিরিজের কারণে স্থগিত করা হয়েছিল ২০১৯–২০ করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী। [৩]
দলীয় সদস্য
প্রস্তুতিমূলক খেলা
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় টস।
- বৃষ্টির কারণে ২য় দিনে কোনও খেলা সম্ভব হয়নি।
টেস্ট সিরিজ
১ম টেস্ট
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ড্যান লরেন্স (ইংল্যান্ড) তার টেস্ট অভিষেক হয়।
- দিনেশ চান্ডিমাল (শ্রীলঙ্কা) টেস্টে তার ৪,০০০ তম রান করেছেন।
- অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা) টেস্টে তার ৬,০০০ রান করেছেন।
- জো রুট (ইংল্যান্ড) টেস্টে তার ৮,০০০ তম রান।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ইংল্যান্ড ৬০, শ্রীলঙ্কা ০।
২য় টেস্ট
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- রমেশ মেন্ডিস (শ্রীলঙ্কা) তার টেস্ট অভিষেক হয়।
- জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) নিয়েছিল তার টেস্টে ৩০তম পাঁচ উইকেট শিকার।
- ইংল্যান্ড টেস্টে প্রথম দল হয়ে প্রথম ইনিংসে ১০ উইকেট নিয়েছিল সিম ও দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট সহ স্পিন।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ইংল্যান্ড ৬০, শ্রীলঙ্কা ০।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
শ্রীলঙ্কায় আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট সফর |
---|
|
আফগানিস্তান | |
---|
অস্ট্রেলিয়া | |
---|
বাংলাদেশ | |
---|
ইংল্যান্ড | |
---|
ভারত | |
---|
আয়ারল্যান্ড | |
---|
নিউজিল্যান্ড | |
---|
পাকিস্তান | |
---|
দক্ষিণ আফ্রিকা | |
---|
ওয়েস্ট ইন্ডিজ | |
---|
জিম্বাবুয়ে | |
---|
|
|
---|
|
সেপ্টেম্বর ২০২০ | |
---|
অক্টোবর ২০২০ | |
---|
নভেম্বর ২০২০ | |
---|
ডিসেম্বর ২০২০ | |
---|
জানুয়ারি ২০২১ | |
---|
ফেব্রুয়ারি ২০২১ | |
---|
মার্চ ২০২১ | |
---|
এপ্রিল ২০২১ | |
---|
চলমান | |
---|
|