৯ম বাংলাদেশ গেমস |
---|
নীতিবাক্য | হদয়ে খেলার স্পন্দন |
---|
অংশগ্রহণকারী ক্রীড়াবিদ | ৫,৩০০ |
---|
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন | বাংলাদেশ অলিম্পিক সংস্থা |
---|
২০২০ নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস হচ্ছে বাংলাদেশ গেমসের ৯ম তম আসর যেটি ২০২১ সালের ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ২৯টি ভেন্যুতে ৩১টি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হয়েছিলো।[১][২] এই গেমসের আয়োজন করেন বাংলাদেশ অলিম্পিক সংস্থা সংগঠনটি। এবং মুজিব বর্ষ উপলক্ষ্যে শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়।[৩] এই খেলায় ৫৩০০ জন ক্রীড়াবিদ ৩৭৮ টি স্বর্ণ পদক সহ ১২৭১টি পদকের জন্য লড়বেন। গেমটির আনু. বাজেট ছিলো ২০ কোটি টাকা।[৪]
ইতিহাস
এই ২০১৩ সালের পর ৪ বছর অন্তর অন্তর ২০১৭ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো, কিন্তু বিভিন্ন কারণে আয়োজন করতে পারেনি সরকার। এর ২০২০ সালের ১ এপ্রিল গেমসটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গেমসটি উদ্বোধন হয়নি। সর্বশেষে ১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি গেমসের উদ্বোধন করেন।
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের মশাল বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গীপাড়ায় তার সমাধিস্থলে প্রজ্বলন করবেন বিওএর সভাপতি ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। এরপর বঙ্গবন্ধু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে মশাল প্রজ্বলন করবেন গলফার সিদ্দিকুর রহমান এবং সাঁতারু মাহফুজা খাতুন শিলা।[৪]
পুরস্কারের তালিকা
নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০ এর সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন, তাদের তালিকা।[৫]
তথ্যসূত্র