২০২০ বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস

৯ম বাংলাদেশ গেমস
নীতিবাক্যহদয়ে খেলার স্পন্দন
অংশগ্রহণকারী ক্রীড়াবিদ৫,৩০০
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেনবাংলাদেশ অলিম্পিক সংস্থা

২০২০ নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস হচ্ছে বাংলাদেশ গেমসের ৯ম তম আসর যেটি ২০২১ সালের ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ২৯টি ভেন্যুতে ৩১টি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হয়েছিলো।[][] এই গেমসের আয়োজন করেন বাংলাদেশ অলিম্পিক সংস্থা সংগঠনটি। এবং মুজিব বর্ষ উপলক্ষ্যে শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়।[] এই খেলায় ৫৩০০ জন ক্রীড়াবিদ ৩৭৮ টি স্বর্ণ পদক সহ ১২৭১টি পদকের জন্য লড়বেন। গেমটির আনু. বাজেট ছিলো ২০ কোটি টাকা।[]

ইতিহাস

এই ২০১৩ সালের পর ৪ বছর অন্তর অন্তর ২০১৭ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো, কিন্তু বিভিন্ন কারণে আয়োজন করতে পারেনি সরকার। এর ২০২০ সালের ১ এপ্রিল গেমসটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গেমসটি উদ্বোধন হয়নি। সর্বশেষে ১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি গেমসের উদ্বোধন করেন।

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের মশাল বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গীপাড়ায় তার সমাধিস্থলে প্রজ্বলন করবেন বিওএর সভাপতি ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। এরপর বঙ্গবন্ধু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে মশাল প্রজ্বলন করবেন গলফার সিদ্দিকুর রহমান এবং সাঁতারু মাহফুজা খাতুন শিলা[]

পুরস্কারের তালিকা

নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০ এর সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন, তাদের তালিকা।[]

নং দল সোনা রুপা ব্রোঞ্জ সর্বমোট
বাংলাদেশ সেনাবাহিনী ১১৫ ৯৯ ৮৩ ২৯৭
বাংলাদেশ আনসার ১৩২ ৮০ ৫৭ ২৬৯
বাংলাদেশ নৌবাহিনী ৬৩ ৩৯ ২৫ ১২৭
বাংলাদেশ পুলিশ ১৪ ৩৫ ৫৭
বর্ড়ার গার্ড বাংলাদেশ ১৪ ১৬ ২৬ ৫৬
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ১০ ১৭ ২৩ ৫০
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ১৭
নৌবাহিনী শুটিং ক্লাব ১১
বাংলাদেশ বিমানবাহিনী ১১
১০ কোয়ান্টাম কসমো বান্দরবন

তথ্যসূত্র

  1. "বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ১-১০ এপ্রিল"জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০ 
  2. "বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০ 
  3. "২০২০ সালের 'বাংলাদেশ গেমস' উৎসর্গ করা হবে বঙ্গবন্ধুকে --Somoy Tv News"Somoy News। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১১ 
  4. Dhakatimes24.com। "বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস শুরু ১ এপ্রিল"Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১১ 
  5. "বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের চূড়ান্ত পদক তালিকা (শীর্ষ দশ)"Jugantor। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১১ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!