৪র্থ ইসলামিক সলিডারিটি গেমস একটি বহু জাতি বহু ক্রীড়াভিত্তিক ইভেন্ট, যা ২০১৭ সালের ১২-২২ মে আজারবাইজানেরবাকুতে অনুষ্ঠিত হয়।[১]
আগের গেমসগুলো ২০০৫-এসৌদি আরবে ও ২০১৩-এইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় গেমস ২০০৯ সালের অক্টোবরে ইরানে অনুষ্ঠিত হবার কথা ছিলো, পরে তা পিছিয়ে দেয়া হয় এবং বাতিল হয়।