২০১৬ গ্রীষ্মকালীন প্যারালিম্পিক হল শারীরিকভাবে অক্ষম ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা, যা ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ব্রাজিলের রিও দি জেনেরিওতে অনুষ্ঠিত হবে। এটি হবে স্বাগতিক শহরের শীতকালীন সময়ে অনুষ্ঠিত প্রথম গ্রীষ্মকালীন প্যারালিম্পিক গেমস। ল্যাটিন ও দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত প্রথম এবং দক্ষিণ গোলার্ধের স্বাগতিক কোন শহরে অনুষ্ঠিত দ্বিতীয় গ্রীষ্মকালীন প্যারালিম্পিক। এর আগে ২০০০ গ্রীষ্মকালীন প্যারালিম্পিক অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও এটিই হবে পতুর্গিজ ভাষাভাষি দেশে আয়োজিত প্রথম গেমস। ২০১৬ প্যারালিম্পিকে নতুন দুটি ক্রীড়া : প্যারাট্রিয়েথলন ও ক্যানোয়িং অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০০১ সালের আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির একটি সাধারণ চুক্তির অংশ হিসাবে ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিক নিলামে বিজয়ী শহর একইসাথে ২০১৬ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকও আয়োজন করবে।[৩] কোপেনহেগেনে অনুষ্ঠিত ১২১তম আইওসি সেশনে তৃতীয় ও ফাইনাল রাউন্ডের ভোটাভুটিতে রিও দি জেনেরিও ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের স্বাগতিক হিসাবে উর্ত্তীণ হয়।[৪]
২০১৬ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে ২২টি ক্রীড়া ৫২৮টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের গেমসে নতুন ক্রীড়া হিসাবে ক্যানোয়িং ও ট্রিথলন যোগ করা হয়েছে।[৩৫]
↑"#HeroesEnRio: El sueño continúa…"। MCL Deportes (স্পেনীয় ভাষায়)। ৪ সেপ্টেম্বর ২০১৬।অজানা প্যারামিটার |trans_title= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
↑"Krista Mørkøre við til Paralympisku leikirnar í Rio" (Faroese ভাষায়)। Ítróttasambandið fyri brekað। ২০ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৬।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (link)
↑"Rio 2016 Paralympic Games Hong Kong Delegation"(পিডিএফ)। Hong Kong Paralympic Committee & Sports Association for the Physically Disabled। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৬।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)