২০১১ কনকাকাফ গোল্ড কাপCopa de Oro de la CONCACAF 2011 (স্পেনীয়) |
---|
|
|
স্বাগতিক দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
---|
তারিখ | ৫-২৫ জুন, ২০১১ |
---|
দল | ১২ (১টি কনফেডারেশন থেকে) |
---|
মাঠ | ১৩ (১৩টি আয়োজক শহরে) |
---|
|
চ্যাম্পিয়ন | মেক্সিকো (6তম শিরোপা) |
---|
রানার-আপ | মার্কিন যুক্তরাষ্ট্র |
---|
|
ম্যাচ | ২৫ |
---|
গোল সংখ্যা | ৮০ (ম্যাচ প্রতি ৩.২টি) |
---|
দর্শক সংখ্যা | ১১,৪০,৬০২ (ম্যাচ প্রতি ৪৫,৬২৪ জন) |
---|
শীর্ষ গোলদাতা | জাভি হার্নান্দেজ (৭ গোল)[১] |
---|
সেরা খেলোয়াড় | জাভি হার্নান্দেজ[১] |
---|
|
২০১১ কনকাকাফ গোল্ড কাপ (ইংরেজি: 2011 CONCACAF Gold Cup) কনকাকাফের ৫০ বছরের ইতিহাসে ২১তম কনকাকাফ আঞ্চলিক চ্যাম্পিয়নশীপ ও ১১শ কনকাকাফ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা হিসেবে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্র এ প্রতিযোগিতার স্বাগতিক দেশের মর্যাদা লাভ করেছিল। ৯৩,০০০ দর্শকের উপস্থিতিতে ২৫ জুন, ২০১১ তারিখে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পাসাদেনায় অবস্থিত রোজ বোলে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। এতে মেক্সিকো শিরোপা লাভ করে এবং কনকাকাফের প্রতিনিধি হিসেবে ২০১৩ সালে ব্রাজিলে অনুষ্ঠিত ফিফা কনফেডারেশন্স কাপে খেলার যোগ্যতা অর্জন করে।
অংশগ্রহণকারী দল
ড্র
৮ মার্চ, ২০১১ সালে কনকাকাফ কর্তৃপক্ষ গ্রুপ এবং খেলার সময়সূচী প্রকাশের পর আঞ্চলিক শিরোপাধারী দলগুলো অংশগ্রহণের সুযোগ পায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩টি স্টেডিয়ামে ৫ - ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবার সময়সূচী তুলে ধরা হয়। এছাড়াও, পাসাদেনার রোজ বোলে চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা হবে বলে জানানো হয়।[২]
দলের সদস্য
প্রত্যেক দলে ২৩ জন ফুটবল খেলোয়াড়কে রাখা যাবে।
মেক্সিকান খেলোয়াড়দের নিষেধাজ্ঞা
৯ জুন, ২০১১ তারিখে ঘোষণা করা হয় যে, এন্টোনিও নেইলসন, ক্রিশ্টিয়ান বার্মুদেজ, এডগার জোনাস, ফ্রান্সিস্কো জাভিয়ের রড্রিগুয়েজ এবং গুইলার্মো ওচোয়া - এই পাঁচজন মেক্সিকান খেলোয়াড়ের দেহে নিষিদ্ধ ঘোষিত ক্লেনবুটারোল মাদকের অস্তিত্ব ধরা পড়ে। ফলে গোল্ড কাপের প্রতিযোগিতার শেষ হবার পূর্বেই তাদেরকে দল থেকে প্রত্যাহার করে নেয়া হয়।[৩] মেক্সিকো কর্তৃপক্ষ মনে করেন যে, তারা মাংসের সাথে এ ঔষধ সেবন করেছিল।[৪] কনকাকাফ মহাসচিব চাক ব্ল্যাজার কনফডোরেশনের জাতীয় দলগুলোর কমিটিতে এ বিষয়ে ১০ জুন তারিখে একটি সভা আহ্বান করেন। কিন্তু আরো তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সভাটি স্থগিত করা হয়।[৫] ১৪ জুন তারিখে মেক্সিকান ফুটবল ফেডারেশন জানায় যে, ঐ পাঁচজনের শরীর থেকে বি স্যাম্পল নিয়ে নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়।[৬]কনকাকাফ গোল্ড কাপ পরিচালনা কমিটি ১৯ জুন তারিখে জানায় যে, মেক্সিকো কর্তৃপক্ষ ইচ্ছে করলে বহিষ্কৃত খেলোয়াড়দের পরিবর্তে অন্য খেলোয়াড়দের নিতে পারবে।[৭]
তথ্যসূত্র
বহিঃসংযোগ