৭ তারিখে মুহাম্মদ এনামুল হাসান জন্মগ্রহণ করেন। তার স্থায়ী ঠিকানা বরগুনা জেলার বামনা থানায়। পিতার নাম মাওলানা নূরুল আলম।
ফ্রেব্রুয়ারি
১ ফেব্রুয়ারি - মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশযান কলম্বিয়া টেক্সাসের কাছে অবতরণের সময় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং সাত জন নভোচারীর সবাই নিহত হয়।
মার্চ
এপ্রিল
নিলয়
জুন
জুলাই
আগস্ট
সেপ্টেম্বর
জাপানেরওসাকায় অনুষ্ঠিত ২০০৩ বিশ্ব জুডো চ্যাম্পিয়নশিপ ছিল বিশ্ব জুডো চ্যাম্পিয়নশিপের ২৩শ আয়োজন। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২০০৩ সালে ১১ই সেপ্টেম্বর থেকে ১৪ই সেপ্টেম্বরের মধ্যে।
রবিবার, মার্চ 01, 2009 - হামাস যদি অস্ত্র ত্যাগ করে, তাহলে ফাতাহর সাথে তাদের বিরোধ মিটবে কিনা তা নির্ভর করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের উপর। হামাস এবং ফাতাহর মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও আদর্শগত বিরোধ রয়েছে।
এপ্রিল
মে
২৫শে মে - বাংলাদেশে প্রলংকারী ঘূর্ণিঝড় আইলা আঘাত হানে,যার ফলে ৩৩০ জন মানুষ মারা যায় ও ৮২০৮ জন নিখোঁজ হয়।
জুন
জুলাই
আগস্ট
সেপ্টেম্বর
অক্টোবর
নভেম্বর
ডিসেম্বর
. ==>
তথ্যসূত্র
↑"আব্বুকে মনে পড়ে"। uttaradhikar71news.com। ১৪ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-০৭।